ভারতের পাল্টা জবাবে দুই পাক অফিসার এবং ৫ সৈনিকের মৃত্যু, উড়িয়ে দিল ৩ পাক ঘাঁটি

দেশ
শেয়ার করুন

পাকিস্তানী সেনা নৌশেরা সেক্টরের ফরওয়ার্ড পোস্ট লক্ষ্য করে মর্টার ছোঁড়ে।

29 শে জুলাই থেকে পাকিস্তান ছয়বার যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করেছে।

 Published on: আগ ১৭, ২০১৯ @ ২০:৩৪

এসপিটি নিউজ ডেস্ক:  পাকিস্তান ফের যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করেছে। আর সেই নীতি ভেঙে তাদের ছোঁড়া গুলিতে শহীদ হয়েছেন সেনাবাহিনীর একজন ল্যান্সনায়েক। শনিবার পাকিস্তান জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করে। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ পাকিস্তানি সেনাবাহিনী নোশেরা সেক্টরে গুলি চালায়। পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা (35)শহীদ হন।এর পরে, ভারতীয় সেনাবাহিনী যথাযথভাবে একটি পাকিস্তানি ঘাঁটি উড়িয়ে দেয়।দু’দিন আগে পাকিস্তান এলওসিতে তাদের পাঁচ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল।

প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন যে পাকিস্তান ছোট অস্ত্র থেকে গুলি চালিয়েছে। নৌশেরা সেক্টরের ফরওয়ার্ড পোস্ট লক্ষ্য করে মর্টার ছোঁড়ে। শহীদ ল্যান্স নায়েক সন্দীপ থাপা (35) শ্যুটআউটে দেরাদুনের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সেনার জোরদার জবাব, দিশেহারা পাক সেনা

এরপর ভারতীয় সেনা জোরদার জবাব দেওয়া শুরু করে। একেবারে পাকিস্তানের ভাষাতেই তাদের জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। যেভাবে পাকিস্তান ভারতীয় সেনার উপর হামলা চালিয়েছে ঠিক সেরকম ভাবেই পাকিস্তানি সেনার উপর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের সেই জবাবে পাকিস্তানি সেনা তখন চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে। দিশেহারা হয়ে যায় তারা। ভারত একের পর এক শক্তিশালী মর্টার ফেলতে থাকে পাক সেনাবাহিনীর উপর। তাদের তিনটি সেনা ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। জ্বলতে থাকে আগুন। দূর থেকে দেখা যায় শুধু ধোঁয়া।তাতে দুই পাক অফিসার এবং পাঁচ পাক সৈনিকের মৃত্যু হয়। ওদিকে পুঞ্চ সেক্টরেও পাক সেনা গোলাবাড়ি শুরু করে। সেখানেও ভারতীয় সেনা তাদের যোগ্য জবা দিতে শুরু করে।

জুলাই মাসে দুই ভারতীয় সেনা নিহত হয়েছিল

29 শে জুলাই থেকে পাকিস্তান ছয়বার যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করেছে। পাকিস্তানী সেনাবাহিনী 1, 5 ও 7 আগস্ট রাজৌরির সুন্দরবনী ও নৌশেরা সেক্টরে গুলি চালিয়েছিল। জুলাই মাসে পাকিস্তান পুঞ্চ ও রাজৌরিতে গুলি চালায়। এতে একটি 10 ​​দিনের এক শিশু মারা গিয়েছিল। দুই সেনা সেনা শহীদ হন।

Published on: আগ ১৭, ২০১৯ @ ২০:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =