উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ১৯ জুন পর্যন্ত কোথায় জেনে নিন বিস্তারিত

Main আবহাওয়া দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৬, ২০২২ @ ১৮:২৬

এসপিটি নিউজ: দক্ষিণবঙ্গে ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হবে তার কোনও খবর নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী চার দিন তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর ফলে পাহারি এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা আছে। আছে নদীতে জলোচ্ছ্বাসের সম্ভাবনার। ইতিমধ্যেই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমে হরিয়ানা থেকে পূর্বদিকে উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিম ও আসামের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প অনুপ্রবেশ করছে। সেই কারণে ১৬-১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

আজ সকাল সাড়ে পর্যন্ত কোথায় কত বৃষ্টি হয়েছে

আজ ১৬ জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমান সেন্টিমিটার হিসাবে মাপা হয়েছে। এর মধ্যে চেপান-২৩ সেমি, হাসিমারা-২২সেমি, আলিপুরদুয়ার-২১সেমি, বারবিশা-২০সেমি, কুমারগ্রাম-১৭সেমি, মাথাভাঙা, ফালাকাটা-১৪ সেমি, গজলডোবা, বক্সাদুয়ার-১৩; কোচবিহার-১২সেমি, বাগডোগরা IAF, NH31 রোড ব্রিজ, চম্পাসারি-১১সেমি, পুন্ডিবাড়ি-৮ সেমি, জলপাইগুড়ি, দোমোহনি, নেওরা-৭সেমি, নাগরাকাটা, ডায়ানা, মূর্তি, শিলিগুড়ি-৫; বাগরাকোট, সেবক-৪; ঝালং-৩সেমি, রঙ্গো-২সেমি বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির সতর্কবার্তা, কবে কোথায়

১৬ জুন, ২০২২

কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু স্থানে ভারী থেকে অতিভারী (৭-২০সেমি) বৃষ্টি তথা দু’এক জায়গায় প্রবল ভারী (২০ সেমি’র বেশি) বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা আছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী (৭-২০সেমি) বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা আছে।উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু’এক স্থানে ভারী বৃষ্টিপাতের (০৭-১১সেমি) সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে কমল সতর্কতা জারি হয়েছে।

১৭ জুন, ২০২২

এদিন কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশা কিছু স্থানে ভারী থেকে অতি ভারী (৭-২০সেমি) বৃষ্টি তথা দু’এক জায়গায় প্রবল ভারী (২০ সেমি-র বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষতিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও এদিন দু’একটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

১৮জুন, ২০২২

এদিন কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু’এক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। একই সংগে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার দু-এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

১৯ জুন, ২০২২

কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু’এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের আশঙ্কা, পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা আরয়েছে। তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা আছে।বৃষ্টির ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা আছে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা। ফুল ও ফসলের ক্ষতির সম্ভাবনা আছে।

Published on: জুন ১৬, ২০২২ @ ১৮:২৬


শেয়ার করুন