উত্তরপ্রদেশে পাচার হয়ে গেল মেদিনীপুরের মাধ্যমিক পরীক্ষার্থী, যুবককে গ্রেফতার করে তল্লাশি শুরু

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৯, ২০১৭ @ ১৬:৪২

এসপিটি নিউজ, মেদিনীপুরঃ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র দু’মাস বাকি। তার আগেই রাজ্যের এক মাধ্যমিক পরীক্ষার্থীকে উত্তরপ্রদেশে পাচার করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।মেদিনীপুরের মিস্ত্রিপাড়ায় এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে। অভিযোগ পাওয়ার পরই শেখ রাজা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাচার হয়ে যাওয়া ঐ ছাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।

মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের ছাত্রী নাসিমা খাতুন ২৬ নভেম্বর টিউশনে গেছিল। তারপর সে আর বাড়িতে ফেরেনি। মেয়ের খোঁজে নাসিমার বাবা পেশায় কাঠের মিস্ত্রি শেখ আসাউদ্দিন ও মা হাসিনা বেগম খোঁজাখুজি শুরু করে। কিন্তু মেয়ের খোঁজ না পেয়ে তারা ভেঙে পড়ে। নাসিমার বাড়ি মেদিনীপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের বড় আস্তানার মিস্ত্রিপাড়ায়। মেয়ের খোঁজ না পেয়ে শেখ আসাউদ্দিন কোতয়ালি থানায় ডায়েরি করে।পুলিশ খোঁজখবর করে জানতে পারে স্থানীয় যুবক শেখ রাজা নাসিমাকে উত্তরপ্রদেশে পাচার করে দিয়েছে।পুলিশ শেখ রাজাকে গ্রেফতার করে তাকে সঙ্গে নিয়ে পাচার হয়ে যাওয়া নাসিমার খোঁজে তল্লাশি শুরু করেছে।

নাসিমার বাবা শেখ আসাউদ্দিন ও মা হাসিনা বেগম বাড়িতে মেয়ের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে নিয়ে বলছিলেন, আমাদের মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। এই দেখুন তার অ্যাডমিট কার্ডও চলে এসেছে।কিন্তু তার মধ্যে মেয়েকে উত্তরপ্রদেশে পাচার করে দিল শেখ রাজা নামে স্থানীয় এক যুবক। আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে চাই। মেয়ে যাতে ভালভাবে প্রস্তুতি নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে আমরা চাই সেই ব্যবস্থা করুক প্রশাসন।

Published on: ডিসে ২৯, ২০১৭ @ ১৬:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1