গর্তের ভিতরেই আটকে রইল মাথা, মৃত্যু হল হস্তিশাবকের

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৯, ২০১৭ @ ১১:৪৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৯ ডিসেম্বরঃ গত এক মাসে একাধিকবার হাতির পাল ঢুকে ক্ষয়ক্ষতি করেছে মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকায়। হাতির আক্রমণে মারাও গেছে কয়েকজন। আজ শুক্রবার সকালে মেদিনীপুর শহরে আমরাতলা এলাকায় ঢুকে পড়েছিল ৭০টি হাতির দল। কিন্তু তাদের মধ্যে একটি হস্তিশাবক গর্তে পড়ে মারা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতেই উড়িষ্যার দিক থেকে ৭০টি হাতির এক বড় দল মেদিনীপুরে ঢুকে দাপাতে থাকে।বেশ কয়েকটি ধানের গোলা নষ্ট করে দেয়। তারপর তারা আম্রাতলায় ঢুকে পড়ে। সেইসম্য তাদের দলে একটি হস্তিশাবক ছিল। আচমকা সেটি দলছুট হয়ে পড়ে। কাছেই একটি একটি বাড়ির ভিতরে গর্ত খোড়া ছিল।সেফটিক ট্যাঙ্ক করার জন্য গর্ত খোড়া হয়েছিল। হস্তিশাবকটী না বুঝে তার মধ্য মাথা ঢূকিয়ে দেয়। পরে চেষ্টা করেও সে আর মাথা গর্ত থেকে বের করতে পারেনি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হস্তশাবকটির।

পরে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে হস্তিশাবকটিকে গর্ত থেকে বের করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বাধিকারিক রবীন্দ্রনাথ সাহা জানান, ৭০টি হাতির একটি দল গত বেশ কয়েকদিন ধরেই মেদিনীপুর শহর লাগোয়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এই হস্তিশাবকটি সম্ভবত সেই দলেরই সদস্য।

Published on: ডিসে ২৯, ২০১৭ @ ১১:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 44 = 52