ইথিওপিয়ান এয়ারলাইন্স ভেঙে পড়ল নাইরোবির পথে- ৮ ক্রু সহ মৃত ১৫৭

বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মার্চ ১০, ২০১৯ @ ১৭:০৭

এসপিটি নিউজ ডেস্কঃ ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ প্যাসেঞ্জার জেট রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি অ্যাডিস অ্যাবাবা থেকে কেনিয়ার রাজিধানী নাইরোবি যাওয়ার পথে মাঝ আকাশেই ভেঙে পড়ে। বিমানের আটজন ক্রু সমেত মোট ১৫৭জন যাত্রীর মৃত্যু হয়েছে। সিএনএন ও রয়টার সূত্রে খবর, এই দুর্ঘটনায় বিমানের একজনও আর বেঁচে নেই।গত অক্টোবর মাসেও ঠিক একই মডেলের ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইটের বিমান ভেঙে পড়েছিল।

রবিবার সকাল ভারতীয় সময় ৫টা ৩৮ মিনিটে অ্যাডিস অ্যাবাবায় বোল এয়ারপোর্ট থেকে ছেড়ে যায়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ কেটে যায়।

নাইরোবি বিমানবন্দরে শুধু কান্না আর আর্তনাদ-কিছুই জানানো হয়নি তাদের

১) বিমানের সিইও যিনি এই দৃশ্যটিতে রয়েছেন, এখন এখন পর্যন্ত বেঁচে আছেন কিনা তা নিশ্চিত করার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। ” টিভল্ড গিব্রেমারিয়ামের একটি ছবির পাশাপাশি একটি বড় খড়ের ভেতর ধ্বংসাবশেষের একটি টুকরা থাকা অবস্থায় টুইট করা হয়েছে।

২) এক সাংবাদিক সম্মেলনে টিভল্ড বলেন, “বিমানটিতে ৩৩টি দেশের যাত্রীরা ছিলেন। নিহতদের মধ্যে কেনিয়ান, ইথিওপিয়ান, আমেরিকান, কানাডিয়ান, ফ্রেঞ্চ, চীনা, মিশরীয়, সুইডিশ, ব্রিটিশ ও ডাচ নাগরিক ছিলেন।

৩) নাইরোবি বিমানবন্দরে যাত্রীদের অনেক আত্মীয় তাদের নিকটজনের জন্য অপেক্ষা করছিলেন।বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কোন তথ্য না থাকার কারণে তারা  বহু সময় অপেক্ষা করছিলেন। কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে তারা বিমান দুর্ঘটনার খবর পান।

৪) “আমরা শুধু আমাদের মায়ের জন্য অপেক্ষা করছি। আমরা আশা করছি সে ালাদা বিমান ধরেছিল অথবা দেরী করেছিল। তিনি তাঁর ফোনটি ধরছেন না।” ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে থাকেন অয়েন্ডি ওটিনো।

৪)৪৬ বছর বয়সী কানাডিয়ান নাগরিক রবার্ট মুতান্ডা তার শ্বশুরের জন্য অপেক্ষা করছিলেন।

৫) “ফ্লাইটটি হারিয়ে যাওয়ার তিন ঘণ্টারও বেশি সময় পরে রয়টার্সকে তারা বলেছিলেন, “না, আমরা বিমানবন্দর থেকে কাউকে দেখিনি।” “কেউ আমাদের কিছু বলেনি, আমরা শুধু এখানেই ভাল অবস্থানে থাকার জন্য দাঁড়িয়ে আছি।” বলছিলেন যাত্রীদের আত্মীয়রা।ছবি সৌজন্যে-রয়টার্স(যেখানে বিমানটি ভেঙে পড়ে)

Published on: মার্চ ১০, ২০১৯ @ ১৭:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =