ভাটোলের ১৩ হাত কালী মা, অগ্রহায়ণী পূর্ণিমায় কেমন হয় সেই পুজো

ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ

আমাদের রাজ্যে একাধিক কালী মন্দির আছে। তার পিছনে আছে কত কাহিনি। বিশেষ করে আমরা অমাবস্যায় কালী পুজো দেখে এসেছি, কিন্তু এই কালী মায়ের পুজো হয়ে আসছে পূর্নিমা তিথিতে।যে পুজোকে ঘিরে মানুষের ভাবাবেগ থাকে তুঙ্গে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম ভাটোলের মসলন্দ পুর এলাকায় হয়ে আসছে ১৩ হাত কালী মায়ের পুজো।

প্রতি বছর অগ্রহায়ণী পূর্ণিমায় অনুষ্ঠিত হয়ে আসছে ভাটোলের মসলন্দ পুর এলাকার ১৩ হাত কালী মায়ের পুজো।যদিও ২৬ বছর আগে কমিটি গঠন হয়ে পুজোর সূচনা হয়েছিল।বর্তমানে তা আয়োজন করে চলেছেন গ্রামবাসীরা। নিয়মনিষ্ঠা মেনেই পুজো হয় এখানে। বিশালাকৃতির কালী প্রতিমায় পুজো হয়। রয়েছে বলির প্রচলনও। মনস্কামনাপূরণে পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা এমনকি বিহার থেকেও বহু ভক্তের সমাগম হয় এই পুজোয়। এই উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে মেলা বসেছে পুজো সংলগ্ন এলাকায়। দূরদূরান্তের দোকানিরাও নানা জিনিসের সম্ভার নিয়ে এসেছেন এখানে। মেলা উপলক্ষ্যে বাউল গানের এর আয়োজন করা হয়েছে। পুজো কমিটির সভাপতি রঙ্গিলাল বর্মন জানান, নতুন করে মা এর মন্দির তৈরির উদ্যোগ নিয়েছেন তারা। সাধ্যমত মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 7