BBC-র চাঞ্চল্যকর খবরঃ সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলার স্বামী কি পাকিস্তানি? সোশ্যাল নেটওয়ার্কে উঠল ঝড়

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ২৯, ২০১৯ @ ২৩:৪৬

এসপিটি নিউজ ডেস্কঃ শুক্রবারই কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে দাঁড়ানোর কথা ফাইনাল হয়ে যেতেই উর্মিলা মাতন্ডকরের বিরুদ্ধে উঠল সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়।যা নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে বিবিসি-তে। প্রকাশিত খবরে বলা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ‘অনেক কম মানুষ আছেন যারা জানেন যে উর্মিলা এক পাকিস্তানিকে বিয়ে করেছেন।’

সোশ্যাল নেটওয়ার্কে যা লেখা হয়েছে

১) শরদ ভরদ্বাজ নামে একজন লিখেছেন-“উর্মিলা কা খসম পাকিস্তান কা ব্যাপারি হ্যায়।, চমচো তুমহারা এক অউর পাকিস্তানি জীজা। পাকিস্তান মোদিজি সে দুশমন অউর কংগ্রেস কা দোস্ত, ইয়ার হ্যায়। তভী উর্মিলা কো কংগ্রেস সে টিকিট দিয়া। বাহঃ রে গদদারো।”

২) আর একজন লিখেছে -“উর্মিলা মাতন্ডকর জিসকা পতি মহসীন আখতার মীর পাকিস্তান কা বিজনেশম্যান হ্যায় উসে কংগ্রেস পার্টি নে মুম্বই সে উম্মীদবার উতারা হ্যায় কংগ্রেস কী বহেন কংগ্রেস কা পাকিস্তানী জীজা দেখ লো ভাইয়ো আপ বহুত কম জানতে হোগে কি উর্মিলা নে পাকিস্তানী সে নিকাহ কিয়া হ্যায়।”

বিবিসি লিখেছে যে -এটা সকলেই জেনে গেছে যে অভিনেত্রী উর্মিলার স্বামী মহসীন আখতার মীর ভারতের অধীনস্ত কাশ্মীরের সঙ্গে সম্পর্ক রেখেছে পাকিস্তানের সঙ্গে নয়।

কে এই মহসীন

৩) সূত্রের খবর- উর্মিলার চেয়ে ৯ বছরের ছোট মহসিন কাশ্মীর পরিবার থেকে এসেছে।সেখানে আরও উল্ল্যেখ করা হয়েছে যে ২১ বছর বয়সে মহসীন মুম্বই চলে আসে এবং সেখানে মডেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে নিজের কেরিয়ার শুরু করে।২০০৭ সালে মহসীন ‘মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।২০০৯ সালে মহসীন বলিউডে ‘লাক বাই চান্স’ ছবিতে একটি ছোট্ট রোলে অভিনয় করে।

৪) ২০১৪ সালে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ভাইজির বিয়েতে উর্মিলার সঙ্গে মহসীনের প্রথাম সাক্ষাৎ হয়। ২০১৬ সালের ৩ মার্চ খুবই সাদামাটা ভাবে দু’জনের বিয়ে হয়ে যায়। উর্মিলার স্বামী মহসীন এটাও জানায় যে বিয়ের পর উর্মীলা না তাঁর নাম বদলেছে না ধর্ম। উর্মিলার বিষয়ে এর আগেও একটি গুজব বাজারে ছড়িয়ে পড়েছিল যে আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাইজি নাকি উর্মিলা। তিনি এই গুজব উড়িয়ে দেন।

Published on: মার্চ ২৯, ২০১৯ @ ২৩:৪৬

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =