আমার এই সাফল্যের পিছনে বাবার অবদান অনেক-সেঞ্চুরি উৎসর্গ করে বললেন পৃথ্বী শা

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: অক্টো ৪, ২০১৮ @ ২৩:৫০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ দেশের হয়ে অভিষেক টেস্ট ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করে উচ্ছ্বসিত ভারতীয় দলের কনিষ্ঠতম ক্রিকেটার পৃথ্বী শা। তিনি এই সেঞ্চুরি তাঁর বাবাকে উৎসর্গ করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, তাঁর আজকে এই সাফল্যের পিছনে বাবার অবদান সব চেয়ে বেশি।

ভারতীয় দলের কনিষ্ঠতম এই ক্রিকেটার অভিষেক টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে যে স্বাভাবিক ছন্দে খেলেছে তা দেখে মুগ্ধ দেশের প্রাক্তন ক্রিকেটাররা। শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষন থেকে শুরু করে সকলেই পৃথ্বীর ব্যাটিং-এর প্রশংসা করেছেন। পৃথ্বী এর সব কৃতিত্ব দিয়েছেন তাঁর বাবাকে।ক্রিকেট জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করে জানিয়ে দেন ফেলে আসা দিনগুলিতে তাঁর বাবা কত কষ্ট কত ত্যাগ স্বীকার করেছেন।

পৃথ্বী বলেন, আমার বাবার ক্রিকেট সম্পর্কে সেভাবে কোনও ধারনাই নেই। কিন্তু বহু বছর ধরে এই খেলা দেখে আসছেন। আমি ছোটবেলা থেকে বাবাকে দেখেছি ক্রিকেট খেলা হলেই বাবা দেখতে বসে যান। তিনি আমাকে প্রথম শ্রেনির ক্রিকেটে খেলতে দেখতে চাইতেন। আজ আমি তাঁর সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি। আমি জানি, আমার বাবা আমার এই জায়গায় আসার পিছনে কি অসম্ভব কষ্ট স্বীকার করেছেন। কত ত্যাগ তিনি স্বীকার করেছেন সেসব কি ভোলা যায়! তাঁর আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে।

২০১৮ সাল পৃথ্বীর কাছে খুব ভাল। এই বছরই সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে নিউজিল্যান্ড সফর করেন। আবার এই বছরই বিশ্বকাপ জেতেন। এই বছরই তাঁর আইপিএল-এ অভিষেক হয়।”এটা আমার কাছে খুব ভাল বছর। কিন্তু এসব নিয়ে আমি বিশেষ ভাবি না। আমি শুধু প্রতি চ্যাচে ঠিকভাবে নিজের খেলা খেলে যেতে চাই।” বলেন পৃথ্বী।

এদিন পৃথ্বী ৯৯ বলে ১০০ করে বিশ্বে দ্রুততম টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন। ১৫৪ বলে মোট ১৩৪ রান করেন ভারতের এই কনিষ্ঠতম ক্রিকেটার।

Published on: অক্টো ৪, ২০১৮ @ ২৩:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 51 = 52