JAI HO-SURGICAL STRIKE 2: ১০০০কেজি বোমার বিস্ফোরণে জৈশের ঘঁটি উড়িয়ে দিল ইন্ডিয়ান এয়ার ফোর্স

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০১৯ @ ০৯:৫৯

এসপিটি নিউজ ডেস্ক, শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারিঃ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। ইন্ডিয়ান এয়ার ফোর্স-এর আকাশে মহড়া দেওয়া নিয়ে। অবশেষে সেটা সামনে এল আজ মঙ্গলবার সকালেই। এতদিন পাকিস্তানের জঙ্গিরা এমনকি তাদের সেনারা LOC ক্রশ করে ভারতের উপর আঘাত এনেছে। এবার তাদের অভিযোগ ভারতের বায়ু সেনা ইন্ডিয়ান এয়ার ফোর্স LOC ক্রশ করেছে। সেটা কি হয়েছে তা আমরা জানি না। তবে যেটা ভারতের পক্ষে বড় খবর তা হল-এদিন ইন্ডিয়ান এয়ার ফোর্স ১০০০ কেজি লেজার-গাইডেড বোমার বিস্ফোরণ ঘটিয়ে জৈশের গুপ্তঘঁটি একেবারে ধ্বংস করে দিয়ে এসেছে। যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি।

চিনকে সঙ্গে নিয়ে অনেক রকম কথা বলেছে গত কাল। কিন্তু ভারত যে চুপ করে থাকার দেশ নয় তা সেটা কয়েক ঘণ্টার মধ্যে তাদের ভালো কত্রে বুঝিয়ে দিয়েছে। এই মুহূর্তে ভারতের মূল লক্ষ্য যে পাকিস্তান মদতপুষ্ট জৈশ-ই-মহম্মদ সেটা কিন্তু এদিনের অতর্কিত হানাতেই পরিষ্কার হয়ে গেছে।

পুলওয়ামা হামলার পর থেকে গোটা দেশে আওয়াজ উঠছিল একটা কিছু করে পাকিস্তানকে ভালোভাবে শিক্ষা না দিলে হবে না। বেশ কয়েকদিন চুপ করে থাকার পর সেটা যে এভাবে ভারত প্রত্যাঘাত করবে তা কিন্তু ব্যঝে উঠতে পারেনি পাকিস্তান কিংবা তাদের ছত্রছায়ায় থাকা চ্যারিটেবল কাজের নামে নাশকতা ছরানো জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ কিংবা তার প্রধান মাসুদ আজহার।

Published on: ফেব্রু ২৬, ২০১৯ @ ০৯:৫৯

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 6 = 12