আফজল গুরুর ছেলে গালিব বলল-আমার কাছে আধার আছে, বিদেশে পড়াশুনোর জন্য ভারতীয় পাসপোর্ট চাই

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৫, ২০১৯ @ ১৭:৩৬

এসপিটি নিউজ ডেস্কঃ মনে আছে আফজল গুরুকে। ২০০১ সালে সংসদ হামলায় যাকে দোষী সাব্যস্ত হয়েছিল। আজ তার ছেলে গালিব গুরু ভারতীয় পাসপোর্ট দেওয়ার আবেদন জানিয়েছে। সংবাদ সংস্থা এ এনআই-এর সঙ্গে কথা বলার সময় গালিব আবেদন করেছে যে তার কাছে ভারতীয় আধার কার্ড আছে। এখন তার কাছে পাসপোর্ট থাকা জরুরী। তা হলে সে ইন্টারন্যশনাল মেডিক্যাল স্কলারশিপ লাভ করতে পারবেন। গালিব এও বলেছে যে সুযোগ পেলে সে ভারতীয় মেডিক্যাল কলেজে সেবা দিতেও প্রস্তুত আছে। গালিবের বাবা আফজল গুরুকে ২০১৩ সালে ফাঁসি দেওয়া হয়।

আফজল গুরুর স্ত্রী তবসুম ও ছেলে গালিব গুরু এখন জম্মু ও কাশ্মীরের গুলশনাবাদে থাকেন। গালিবের আপন মামা গুলাম মহম্মদের তত্ত্বাবধানে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে জানিয়েছে যে যদি ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ মেলে তাহলে বিদেশে উচ শিক্ষার সুযোগ মিলবে।

গালিব বলেছে-বাবা আফজল গুরু শের-ই-কাশ্মীর মেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। কিন্তু তিনি নিজের শিক্ষা সম্পূর্ণ করেননি। যে কাজ বাবা করতে পারেনি তা আমি সম্পূর্ণ করতে চাই। ডাক্তার হওয়া আমার স্বপ্ন।

আফজল গুরুজে ফাঁসি দেওয়ার পর কাশ্মীর ঘাঁটিতে এক হাওয়া ছড়িয়ে পড়েছিল যেখানে জঙ্গি সংগঠন এলাকার যুবকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিল। পুলওয়ামা হামলার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ ডার তেমনই একজন। গালিব জানিয়েছে তার মা তাকে জঙ্গিদের ছায়া থেকে সব সময় রক্ষা করে চলেছেন।

গালিব এও বলেছে যে মা তাকে এও শিখিয়েছে যে যদি তোমায় কেউ কিছু জিজ্ঞাসা করে তার জবাব তুমি কখনোই দেবে না। সে বলতে চেয়েছে তার এই জীবন যুদ্ধের লরাইতে তার মা-ই সব কিছু। আমি কিছু মনেই করি না যে লকজন কি বলছে। বলে গালিব।

Published on: মার্চ ৫, ২০১৯ @ ১৭:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − = 66