আট দিনের লড়াই শেষে গির অরণ্যে ১১টি সিংহের মৃত্যু

দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২১, ২০১৮ @ ২০:৪৬

এসপিটি নিউজ ডেস্কঃ গুজরাটের গির অরণ্যে প্রায় এক ডজন সিংহের মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। কিভাবে এতগুলি সিংহ নিহত হয়েছে তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, দুটি পুরুষ, তিনটি স্ত্রী এবং ছ’টি শিশু সিংহের মধ্যে তুমুল লড়াই-এ এমনটা হয়েছে।

বন বিভাগের প্রধান সচিব জিকে সিনহা জানান, সংবাদ মাধ্যমের খবর অনুসারে প্রায় এক ডজন সিংহের মৃত্যু রোগভোগের কারণে হওয়াটা ঠিক নয়। ১২ থেকে ১৯ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে দলখানিয়া এবং জসধার রেঞ্জের সিংহের দুটি দলের মধ্যে জায়গার দখল নেওয়াকে কেন্দ্র করে লড়াই হয়। সেই লড়াইয়ে দুটি পুরুষ সিংহ, তিনটি স্ত্রী সিংহ ও ছ’টি সিংহ শাবকের মৃত্যু হয়।এর মধ্যে মৃত দুই সিংহের শরীরে মাইক্রোচিপ মিলেছে। যেখান থেকে খবর মিলেছে যে বাকি সিংহরা বাইরে থেকে এসেছিল।

বন বিভাগের ওই কর্তা জানান, সিংহের মধ্যে জায়গার দখল নিয়ে প্রায়ই এমন ঝগড়া হয়ে থাকে। মৃত অন্য দুই সিংহের পেট থেকে অবশ্য কিছু পাওয়া যায়নি। তাতে পরিষ্কার হয়ে গেছে যে কয়েক দিন তাদের পেটে দনাপানি কিছুই পড়েনি। তিনি আরও জানান যে ১৪ থেকে ১৫ বছরের মধ্যে সিংহের মৃত্যু হয়ে যায়। এই জঙ্গলে নতুন সিংহের দেখা মিলেছে। মনে করা হচ্ছে তাদের সঙ্গেই ঝগড়ার সূত্রপাত থেকেই এই লড়াই। গির অরণ্যে ২০১৫ সালের হিসাব অনুযায়ী ৫২৩টি সিংহ আছে।

Published on: সেপ্টে ২১, ২০১৮ @ ২০:৪৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − = 44