রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের শ্রদ্ধাঞ্জলিঃ ‘বিবেক-দ্যুতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র’ গ্রন্থের আজ আনুষ্ঠানিক প্রকাশ

Main দেশ রাজ্য সাহিত্য
শেয়ার করুন

Published on: জানু ২৩, ২০২২ @ ১১:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ জানুয়ারি:  আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবসে ‘বিবেক দ্যুতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র’ বই-এর আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে, দেশের এই মহানায়কের প্রতি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের শ্রদ্ধাঞ্জলি। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ ইনস্টিটিউট অব কালচারের বিবেকানন্দ হলে এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস।

স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় সুভাষচন্দ্র বসু নিজের জীবনকে প্রস্তুত করেছিলেন। স্বামীজীর ভাবধারাকে নিজের জীবনে কীভাবে বাস্তবায়িত করেছিলেন তা বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছেন বিশিষ্ট লেখক-লেখিকারা।

প্রায় এক হাজার পৃষ্ঠার এই গ্রন্থ যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য- শঙ্করীপ্রসাদ বসু (অপ্রকাশিত প্রবন্ধ), স্বামী সুবীরানন্দ, স্বামী সুপর্ণানন্দ, স্বামী বলভদ্রানন্দ, স্বামী চৈতন্যানন্দ, বারিদবরণ ঘোষ, রাধারমণ চক্রবর্তী, মনোতোষ দাশগুপ্ত, দিলীপ সাহা, গৌতম হালদার, গৌরতম পাল, পিনাকী ভাদুড়ী, উৎপল আইচ, সন্দীপন সেন, তপন ব্যানার্জী, তুলসী প্রসাদ বাগচী, শক্তিপ্রসাদ মিশ্র, গোপেন্দ্র চৌধুরী, তড়িৎ বন্দ্যোপাধ্যায়, অঞ্জন রায়, শুভাশীষ চৌধুরী, বিষ্ণুপদ নন্দ, সুব্রত বসু, সুমিত মুখার্জী, নিশীথ রায়চৌধুরী, রমাপ্রসন্ন ভট্টাচার্য, পূরবী রায়, গীতশ্রী বন্দ্যোপাধ্যায়, রাইকমল দাশগুপ্ত, সবুজকলি সেন, কবিতা সরকার, শাশ্বতী দত্ত, অর্পিতা মুখার্জী, দীপা বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা ঘোষ, ঋতা ব্যানার্জী, মনিকা সেনগুপ্ত, প্রব্রাজিকা সত্যব্রতপ্রাণা, অরুণাভ গুপ্ত প্রমুখ।

গ্রন্থটির সম্পাদনা করেছেন শ্রীমৎ স্বামী চৈতন্যানন্দ মহারাজ।

Published on: জানু ২৩, ২০২২ @ ১১:৩৫


শেয়ার করুন