আগামিকাল খুলছে কেদারনাথ ধাম, মন্দির সাজছে ১১ কুইন্টাল ফুলে

Main কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ১৬, ২০২১ @ ১৮:০৫

এসপিটি নিউজ ব্যুরোঃ কোভিড বিধি মেনেই আগামিকাল সোমবার বাবা কেদারনাথের মন্দির খুলছে। এর আগে খুলে গেছে যমুনোত্রী ও গঙ্গোত্রী ধামের মন্দির। কোভিডের জন্য অবশ্য এবার ভার্চুয়ালি দর্শনের ব্যবস্থা করা হয়েছে।

উত্ত্রয়াখন্ড পর্যটনের পক্ষ থেকে জানাও হয়েছে যে উত্তরাখণ্ডের বিশ্বখ্যাত শ্রী কেদারনাথ ধামের কপাটগুলি ঐতিহ্যবাহী অনুষ্ঠান সহ ১৭মে সকাল পাঁচটায় খোলা হবে। এ জন্য তিনদিন আগে থেকেই কেদারনাথ ধামে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। শ্রী কেদারনাথ ধামের উৎসব ডোলিকে উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে শ্রদ্ধার সাথে রওনা হয়েছিল।

আজ সকাল থেকেই সাজো সাজো রব পড়ে গেছে কেদারনাথ ধামে। সম্পূর্ণ মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। ফুল দিয়ে মন্দিরকে অপরূপ সাজে সজ্জিত করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রায় ১১ কুইন্টাল ফুল ব্যবহার করা হয়েছে এই কাজে।

Published on: মে ১৬, ২০২১ @ ১৮:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 12 = 17