আই পি এল নিলামের দ্বিতীয় দিনে সেরা চমক জয়দেব উনাদকট

খেলা দেশ
শেয়ার করুন

Published on: জানু ২৯, ২০১৮ @ ০০:১০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ধোনি, কোহলিকে বাদ দিলে বাকি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা পেয়ে গেলেন দেশের প্রতিভাবান ক্রিকেটার জয়দেব উদানকোট।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে তাঁকে নিয়ে রীতিমতো টানাটানি হয়ে গেল। শেষ পর্যন্ত সাড়ে ১১ কোটি টাকাতে তাঁকে কিনে নিল রাজস্থান রয়্যালস।তার আগে চেন্নাই সুপার কিংস আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে ১১ কোটি টাকায় টানাটানি চলছিল। গতকাল অবিক্রিত থাকা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইলকে মাত্র ২ কোটি টাকায় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।

গতবার উদাঙ্কোট অবশ্য রাইজিং পুনে সুপারজায়েন্টে খেলেছিলেন। এদিন রাজস্থান রয়্যালস আরও এক প্রতিভাবান অফ-স্পিনার কর্ণাটকের কে গৌতমকেও ৬.২ কোটি টাকায় তুলে নেয় রাজস্থান রয়্যালস। রঞ্জি টড়ফিতে ৩৪টি উইকেট পেয়েছেন তিনি। তাঁকে নিয়েও এদিন কম টানাটানি হয়নি। আরসিবি, কেকেআর, মুম্বি ইন্ডিয়ানসের মধ্যে সমানে দর কষাকষি চলতে থাকে। তাঁর দর ছিল ২০ লাখ। সেখান থেকে লাফিয়ে সেই দর উঠে যায় ৬.২ কোটী টাকায়। বাজিমাত করে রাজস্থান।

অস্ট্রলিয়ান সিমার অ্যান্ড্রু টাইকে ৭.২ কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব।ওন্যদিকে এইবার প্রথম নেপালের প্রতিভাবান ক্রিকেটার সন্দীপ ল্যামিচ্চেনকে ২০ লাখ টাকায় তুলে নিল দিল্লি ডেয়ার ডেভিলস। প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে সেই অর্থে ইতিহাস গড়লেন ১৭ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। তিনি সিডনিতে খেলেছেন। দিল্লির হেড কচ রিকি পন্টিং জানিয়েছেন, নেপালের এই ছেলেটির মধ্যে প্রতিভা আছে। দিল্লির ছেলেরা তার খেলা দেখেছে। এখনই হয়তো তাকে প্রথম একাদশে খলানো হবে না। তবে তার মধ্যে অনেক কিছু আছে যা সে ভবিষ্যতে প্রয়গ করে বিশ্বমানের লেগস্পিনার হিসেবে নিজেকে প্রমান করবেন।

এবারের আই পি এল-এ আফগানিস্তানের ক্রিকারটারদের সংখ্যা গতবারের চেয়ে দ্বিগুন হয়ে গেল। গতবার ছিল দু’জন। এবার যোগ হল আরও দুজন। আফগানিস্তানের অভিজ্ঞ অল্রাউন্ডারকে ১ কোটি টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। একই সঙ্গে তাদের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ প্রতিযোগিতার প্রতিভাবান দুই ক্রিকেটার মুজিব জার্দান ও জাহির খান। জার্দান মূলত অফ স্পিনার। কিন্তু সময়ে সে লেগস্পিনও করতে পারে। তাকে ৪ কোটি টাকায় কিনে নিল কিংস ইলেভেন। আর জাহিরকে ৬০ লাখ টাকায় কিনল রাজস্থান।

তবে বিখ্যাত বেশ কিছু ক্রিকেটার যেমন দর পেলেন না, তারা হলেন অস্ট্রেলিয়ার শন মার্শ, ইংল্যান্ডের মর্গান, অয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, নিজিল্যান্ডের মার্টিন গাপ্টিল।

পাশাপাশি ১ কোটি টাকায় বাঁ-হাতি স্পিনার অলরাউন্ডার পবন নেগিকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৭৫ লাখ টাকায় ধাওয়াল কুল্কার্নিকে নিল রাজস্থান রয়্যালস। ২.৪ কোটি টাকায় মোহিত শর্মাকে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। ১.৯ কোটি টাকায় রাহুল চাহারকে নিল মুম্বই। ৮০ লাখ টাকায় রাহুলের ভাই দীপক চাহারকে কিনে নিল সিএসকে।ভারতের ডমেস্টিক ট-টোয়েন্টি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দীপক ছিল সর্বোচ্চ উইকেট শিকারি।

Published on: জানু ২৯, ২০১৮ @ ০০:১০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =