গান স্যালুটে বিদায় লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৩, ২০১৮ @ ১৫:৩১

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ আগস্টঃ ৮৯ বছরে থেমে গেল লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধায়ের জীবন।সোমবার সকাল আটটা পাঁচ মিনিটে দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এদিন তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় হাইকোর্টে। সেখানে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আদালতের আইনজীবী থেকে শুরু করে অনেকেই। এর্পর সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। সেখানে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয়।

সবশেষে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজা বসন্ত রায় রোডের বাসভবনে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে এসএসকেএম-এ। কারণ, মৃত্যুর আগেই তিনি তাঁর দেহ দান করে গিয়েছিলেন। তাই সেখানেই রাখা থাকবে তাঁর দেহ।

Published on: আগ ১৩, ২০১৮ @ ১৫:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 9 =