৭ই মার্চ ছিল মেজরের বিয়ে, আমন্ত্রণপত্র বিতরন করে বাড়িতে ফিরতেই বাবা পেলেন দুঃসংবাদ-শহীদ হয়েছে ছেলে

Main দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ২৩:৫৮

এসপিটি মিউজ ডেস্কঃ পাকিস্তানের একের পর এক নির্লজ্জ প্রদর্শনের মাশুল দিতে হল আবারও এক বীর সুপুত্রকে। শহীদ হলেন তিনি। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের লাইন অব কন্টড়োলের কাছে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়ে অকালে ঝরে গেল ভারতীয় সেনাবাহিনীর এক তরুন মেজরের প্রাণ। শহীদ হয়ে গেলেন তিনি।এই বিস্ফোরণে সেনাবাহিনীর মেজর চিত্রেশ সিং শহীদ হন।আগামী মাসে মার্চ মাসে ৩১ বছর বয়সী মেজর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন। তিনি দেরাদুনের বাসিন্দা ছিলেন এবং তার বাবা উত্তরাখণ্ড পুলিশের ইন্সপেক্টর ছিলেন। মেজর চিত্রেশ ছাড়াও আর একজন জওয়ানও শহীদ হন। তাঁকে বিমানে করে উধমপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়া আসা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, নৌশেরা সেক্টরের লাসংঙ্গার এলাকার সারাইয়া এলাকায় আইইডির তথ্য পাওয়া যায়। এই পরে সেটিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। তিনটি আইইড সফলভাবে নিষ্ক্রিয় করা হয়, কিন্তু চতুর্থ আইইডিকে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে। এ সময়, ইঞ্জীনিয়ারিং বিভাগের মেজর চিত্রেশ বিস্ট শহীদ হন। ২১ জিআর-এ কর্মরত ছিলেন। এর আগে, ১৫ই আগস্ট চিত্রেশ ১৫-১৮টি আইইডি নিজেই নিষ্ক্রিয় করেছিলেন, যা তার কোম্পানির বেস ক্যাম্পে স্থাপন করা হয়েছিল।

বলা হচ্ছে, ২০১০ সালে ভারতীয় সামরিক একাডেমির দেরাদুন থেকে পাস করেন চিত্রেশ। পাস করেছিলেন। চিত্রেশের বাবা এস এস বিষ্ট উত্তরাখণ্ডের রানীখাতের পিপালী গ্রামের অধিবাসী। ৭ই মার্চ চিত্রেশের বিয়ে হবে স্থির হয়েছিল। এই জন্য, বিবাহের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। শনিবার, চিত্রেশের বাবা বিয়ে্র আমন্ত্রপত্র বিতরন করে বাড়ি ফিরে আসেন, তখন ছেলের শহীদ হওয়ার দুঃসংবাদ এসে পৌঁছয়। এখন মনে করা হচ্ছে যে শহীদ চিত্রেশের পার্থিব শরীর রোববার দেরাদুন পৌঁছাবে। বর্তমানে, বাড়িতে শোকের আবহ নেমে এসেছে। গোটা পরিবার কেঁদে চলেছেন।

পিতার এসএস বিস্ট জানান, ৩ ফেব্রুয়ারি চিত্রেশ ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। এর আগে, তিনি মউ-তে প্রশিক্ষণ নিতে গেছিলেন। ২৮ শে ফেব্রুয়ারি, বিয়ের জন্য ছুটি নিয়ে তাঁর বাড়িতে ফিরে আসার কথা ছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেদী রাওয়াত বলেন, আমি চিত্রেশের বলিদান উৎসর্গের মাধ্যমে তার পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। একসঙ্গে আমি আশ্বাস দিচ্ছি যে পুরো দেশ তাদের সাথে এই দুঃখের সময় পাশে আছে।

এর আগে জম্মু ও কাশ্মিরে পুলওয়ামার একটি আত্মঘাতী হামলায় সিআরপিএফের একটি কনভয়ে হামলা হয়েছিল। এই হামলায় ৪০সিআরপিএফ সদস্য শহীদ হন। শনিবার, শহীদ সৈন্যদের পার্থিব শরীর তাদের বাড়িতে পৌঁছয়। সেখানেই শহীদদের শেষ বিদায় জানানো হয়।

Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ২৩:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =