অসুস্থের পরিবারে এভাবেই স্বস্তি এনে দলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ নম্বর ব্লকের লালপুরের বাসিন্দা স্বপন পয়ড়্যা।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় কোমরের l5 নম্বর হাড়ের স্থানচ্যুতি হয়েছে।

শুরু হয় সাহায্যের জন্য বিভিন্ন  দফতরে ছোটাছুটি। কিন্তু ঘোরাঘুরিই সার হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্ব সব শুনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন।

অসুস্থ স্বপন পয়ড়্যা বাবুর কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে 50,000 টাকার একটি চেক এস পৌঁছয়।

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

Published on: আগ ২৮, ২০১৯ @ ২১:৪৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৮ আগস্ট: জনগনের ভোটেই তারা জেতেন। আবার জনগনের জন্যই তারা কাজ করেন। এটাই হওয়ার কথা। কিন্তু কখনো কখনো এর অন্যথাও হয়ে থাকে। আর যখন কোনও জনপ্রতিনিধি জনগনের জন্য কিছু করেন সেটা খবর হয়ে যায়। তেমনটাই ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ন্মবর ব্লকে।কোমরের হাড় সরে গিয়ে বিছানায় শয্যশায়ী স্বপন পয়ড়্যা চিকিৎসার খরচ যোগাতে গিয়ে সব জায়গা থেকে ব্যর্থ হয়ে ফিরেছেন তখন ভরসা জুগিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সব শুনে তিনি যে কাজটা করলেন তারপর এখন পরিবারে সদস্যদের মুখে চওড়া হাসি। স্বস্তি ফিরেছে অসুস্থের পরিবারে। কিভাবে এমনটা সম্ভব করলেন সাংসদ তাহলে শুনুন।

অসুস্থ হয়ে চিকিৎসার অর্থ জোগাড় করতে ছুটে বেড়াতে হয়েছে

পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ নম্বর ব্লকের লালপুরের বাসিন্দা স্বপন পয়ড়্যা। বাড়িতে এক ছেলে ও এক মেয়ে আর স্ত্রী বর্তমান।জমি জায়গা বলতে তেমন কিছুই নেই।সামান্য যেটুকু জমি রয়েছে তাতেই পানের চাষ করতেন তিনি। আর এর উপর নির্ভর করেই চলে তার সংসার। এরই মধ্যে ঘটে যায় বিপত্তি। হঠাৎ কাজে গিয়ে কোমরে ঝটকা লাগে।শুরু হয় অসহ্য যন্ত্রণা।স্থানীয় চিকিৎসকদেরকে দেখানো হয়।বাড়ির যেটুকু সম্বল ছিল তাই দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় কোমরের l5 নম্বর হাড়ের স্থানচ্যুতি হয়েছে।তা সারিয়ে উঠতে গেলে অনেক টাকার প্রয়োজন। মাথায় হাত পড়ে তার।এর মধ্যেও তিনি সংসার বাঁচাতে অসুস্থ শরীর নিয়ে কোনক্রমে কাজ চালিয়ে যেতে থাকেন।কিন্তু বেশিদিন পারেননি।শারীরিক যন্ত্রণার কাছে হার মানতে হয়, বিছানায় ফেলে দেয় তাকে।এরপরে শুরু হয় সাহায্যের জন্য বিভিন্ন  দফতরে ছোটাছুটি। কিন্তু ঘোরাঘুরিই সার হয়। আশা একপ্রকার ছেড়েই দেন। দীর্ঘদিন ধরে কোমরের যন্ত্রণায় ভুগতে থাকেন অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারার জন্য। অবশেষে স্থানীয় বিজেপি নেতৃত্ব সব শুনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন।

কথা রেখেছেন সাংসদ- কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

সাংসদ দিলীপ ঘোষ আগ্রহ নিয়ে অসুস্থ এই মানুষটির সব কথা শোনেন। তারপর তার কাছ থেকে সমস্ত কাগজপত্র চেয়ে পাঠান। সেই কাগজ নিয়ে তিনি যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর দফতরে। তারা সব কিছু খতিয়ে দেখেন। আশ্বাস দেন সাংসদকে। অবশেষে মঙ্গলবার সকালে অসুস্থ স্বপন পয়ড়্যা বাবুর কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে 50,000 টাকার একটি চেক এস পৌঁছয়। আশাহত অসুস্থ মানুষটি তাই আবার মানিসিক জোর পেয়েছেন। এবার তাহলে চিকিৎসা করাতে পারবেন। আবার তিনি সেরে উঠবেন। জানালেন তার স্ত্রী ।চেক হাতে পেয়ে তারা যে বেজায় খুশি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাংসদ দিলীপ ঘোষের প্রতি। কারণ তিনি যে কথা দিয়ে কথা রেখেছেন।

Published on: আগ ২৮, ২০১৯ @ ২১:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 24 = 29