অশ্বিনকেই অধিনায়ক করল কিংস ইলেভেন পাঞ্জাব, সামনে বড় চ্যালেঞ্জ

খেলা দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০১৮ @ ১৬:৫৭

এসপিটি স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল ভারতীয় ক্রিকেটারদের কাছে একটা চ্যালেঞ্জের হয়ে উঠতে চলেছে। বিশেষ করে সেইসব খেলোয়াড় যারা সাম্প্রতিককালে ভারতীয় দলের বাইরে রয়েছেন। অথচ তাদের সম্ভবনা এখনও আছে। সেই তালিকায় রয়েছেন রবিচন্দ্র অশ্বিন।আইপিএলে এবারে তিনি ক্ষেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। আর তারা এবার তাকে অধিনায়ক নির্বাচিত করেছেন।বিশ্বকাপের আগে এটা অশ্বিনের কাছে বিরাট চ্যালেঞ্জের।

ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তিন শেষ খেলেছেন ২০১৭ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।তারপর দলে আর জায়গা হয়নি। মাঝে টেস্ট দলে খেলেছেন অবশ্য। তারপর কাউন্টিতে। এর মধ্যে তিনি এবার প্রথমবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন। আর প্রথমবারই টিম কতৃপক্ষ তাঁকে অধিনায়ক ঘোষণা করে এক সম্মান প্রদান করেছেন। যে তালিকায় নাম ছিল যুবরাজ সিং ও ক্রিস গেইলেরও।

এর আগে তিনি টানা আট বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। তাতে অশ্বিনের দুটি আইপিএল খেতাবও রয়েছে এবং পুণে সুপারভাইজেন্টসের হয়ে খেলেছেন এই প্রতিভাবান খেলোয়াড়। অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ‘বাতিল’ অশ্বিন।

ক্রিকেটারদের এই ধরনের প্রতিভাবান দলের নেতৃত্বের দায়িত্ব নিয়ে বিশ্বস্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি দলের সহযোগীদের সেরা খুঁজে আনতে আত্মবিশ্বাসী। এটা অবশ্যই আমার জন্য একটি গর্বিত মুহূর্ত, বলেছেন অশ্বিন, যিনি বর্তমানে ভারতের একদিন এবং টি-২0 দলের বাইরে আছেন।

এই অফ স্পিনার বলেন, অধিনায়কত্বের চাপ তার পারফরমেন্সকে প্রভাবিত করবে না।

যেমন আমার উপর কোন অতিরিক্ত চাপ যেমন নেই। আমি ২১ বছর বয়সে প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলাম। অতীতে আমি এটা করেছি এবং আমি নিশ্চিত যে আমি চ্যালেঞ্জ ভোগ করবো, জানান অশ্বিন।

ক্রিকেট বিশেষজ্ঞ্রা মনে করছেন, ভারতীয় দলে ফিরে আসার জন্য অশ্বিনের এই আইপিএল প্ল্যাটফর্মকে কাজে লাগাতে হবে। দলে ফিরতে হলে অশ্বিনকে তার সেরাটা দিতেই হবে। অশ্বিন কি শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ভারতীয় দলে ফেরার রাস্তা তৈর করতে পারবেন, তার জন্য অপেক্ষা করে থাকতে হবে আইপিএল টুর্নামেন্টের দিকে।সূত্রঃ পিটিআই

Published on: ফেব্রু ২৬, ২০১৮ @ ১৬:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 − 35 =