অপহরণের পর তৃণমূল নেতাকে পুঁতে ফেলা হল কংসাবতীতে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি- রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৫, ২০১৭ @ ২০:৫৮

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৫ ডিসেম্বরঃ দু’দিন নিখোঁজ থাকার পর কংসাবতীর ধারে গর্তের ভিতর থকে উদ্ধার হল তৃণমূল কংগ্রেস নেতার মৃতদেহ।একইভাবে গর্ত থেকে উদ্ধার করা হল ঐ নেতার নেতার বাইকটিকেও।তৃণমূল নেতার দেহ ও তার মোটরবাইকটি পুঁতে ফেলার ঘটনায় মৃত্যুর ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে মৃত জগদীশ মাহাতকে খুন করা হয়েছে। তারা এই খুনের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার রাতে বিনপুর-১ পঞ্চায়েত সমতির সভাপতি কৃষ্ণ গোপাল রায় মারা যান। এরপর শনিবার তার শেষকৃত্যে গেছিলেন দহিজুড়ি গ্রামপঞ্চায়েতেরবলরাম্পুর গ্রামের বাসিন্দা থা দলের বুথ সভাপতি জগদীশ মাহাত (৩৫)। সেখান থেকে বাড়ি ফিরে তিনি গেছিলেন তেঁতুলডাঙা-ছেড়াবনি এলাকায় সরকারি প্রকল্পের কাজ দেখতে। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। স্বামী ঘরে ফিরে না আসায় তার স্ত্রী নমিতা মাহাত যিনি বিনপুর-১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তিনি খোঁজখবর শুরু করেন। রবিবার সকালে তিনি বিনপুর থানায় গিয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। মোবাইলে ফোন করেও দেখেন ফোনের সুইচ অফ।

সোমবার বেলা দুটো নাগাদ বলরাম্পুর সংলগ্ন কংসাবতীর ধার থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে এসে নদীর ধারে খুঁড়তে শুরু করে। সেখান থেকে বেরিয়ে আসে নিহত তৃণমূল নেতা জগদীশ মাহাতর মৃতদেহ। পাশ থেকে বেরিয়ে আসে তার মোটরবাইকটি।উদ্ধারের পর দেখা গেছে নিহত জগদীশ মাহাতর শরীরে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ মনে করছে দুস্কৃতীরা জগদীশ মাহাতকে কুপিয়ে খুন করে তার মৃতদেহ ও মোটরবাইকটি কংসাবতী নদীতে পুঁতে বালি চাপা দিয়ে চলে যায়।মৃতদেহটির ময়নাতদন্তের পর ঘটনার তদন্ত শুরু করতে চলেছে পুলিশ। স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী নমিতা মাহাত।

এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে জগদীশ মাহাতকে অপহরণ করে এলাকাকে অশান্ত করে তুলতে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা খুন করেছে।অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে তিনি পুলিশের কাছে দাবি জানিয়েছেন। যদিও বিজেপির জেলা সভাপতি সুখময় শথপতি জানা, ঐ খুনের ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।Published on: ডিসে ২৫, ২০১৭ @ ২০:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 4