
েএস পি টি নিউজ,হাওড়া,১১ই ফেব্রয়ারী ২০১৮- দক্ষিন পূর্ব রেলওয়ে স্পোর্টস এসোসিয়েশনের উদ্যেগে এবং দক্ষিন পূর্ব রেলের ব্যবস্থাপনায় গত ৮ই ফেব্রুযারী থেকে ১০ই ফেব্রয়ারী পর্যন্ত দক্ষিন পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে অনুষ্ঠিত হল সারা ভারত বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপ। প্রতিযোগিতায় দক্ষিন পূর্ব রেল,উত্তর রেল,দক্ষিন মধ্য রেল,উত্তর পূর্ব রেল,দক্ষিন পূর্ব মধ্য রেল, পস্চিম রেল রেলওয়েবোর্ড সহ বিভিন্ন জোনের ১০২ জন প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগিতায় রেলের জাতীয় ও আন্তজার্তিক স্তরের বেশ কয়েকজন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিন পূর্ব রেলওয়ে স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি জে কে শাহ।