
Published on: জুন ৯, ২০১৮ @ ২২:২৪
এসপিটি স্পোর্টস ডেস্কঃ দেখতে দেখতে ফিফা বিশ্বকাপ ২০১৮ একেবারে কাছে চলে এল। মাত্র পাঁচ দিন বাদেই বিশ্বকাপের লড়াইয়ে নামছে রাশিয়া। ফিফা এক অসাধারণ প্রয়াস নিয়েছে, যেখানে তারা বিশ্বকাপের পিছনের নানা স্মৃতিকে তুলে ধরছেন। আজ যেমন তারা রাশিয়ান স্ট্রাইকার ওলেগ স্যালেঙ্কোর উপর আলোকপাত করেছে।
১৯৯৪ সালের বিশ্বকাপ যারা দেখেছেন তাদের নিশ্চয় মনে আছে ওলেগ স্যালেঙ্কোকে। অসাধারণ এই ফুটবলার সেই বিশ্বকাপে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। যদিও রাশিয়া ওই বিশ্বকাপে খুব ভালো ফল করতে পারেনি। তার গ্রুপ লিগের ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে পরাজিত হয়। সুইডেনের কাছেও হেরে যায় ৩-১ গোলে।
যদিও গ্রুপে ক্যামেরুনের বিরুদ্ধে চোখ ধাঁধানো ম্যাচ খেলে সবাইকে তাক লাগিয়ে দেয় রাশিয়া। তারা প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও মনে রাখার মতো ম্যাচ খেলেছিলেন স্যালেঙ্কো। তিনি একাই ৫ গোলে চূর্ণ করেছিলেন ক্যামেরুনকে।সেই ম্যাচে তারা জিতেছিল ৬-১ গোলে।
স্যালেংকো সুডেনের বিরুদ্ধেও একটি গোল করে প্রতিযোগিতায় সেরা গোলদাতার তালিকায় উঠে এসেছিলেন। বুলগেরিয়ার রিস্টো স্তোইকভ-এর সঙ্গে ৬টি গোল করে প্রতিযোগিতায় গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন।
এবার কি স্যালেঙ্কোর মতো কাউকে দেখা যাবে রাশিয়া দলে?
Published on: জুন ৯, ২০১৮ @ ২২:২৪