২০১৮ ফিফা বিশ্বকাপঃ সেন্ট পিটাসবার্গে মুখোমুখি সুইডেন-সুইৎজারল্যান্ড রাতে কলোম্বিয়া-ইংল্যান্ড

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ৩, ২০১৮ @ ২১:০৫

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ইতিমধ্যে শেষ ১৬-র ছ’টি ম্যাচ হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া, ক্রোয়েশিয়া, ব্রাজিল ও বেলজিয়াম। আজ প্রথম ম্যচে মুখোমুখি হতে চলেছে সুইডেন-সুইৎজারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড-কলোম্বিয়া।তার আগে এই দুই ম্যাচের খুঁটিনাটি দিক একবার দেখে নেওয়া যাক।

সুইডেন-সুইৎজারল্যান্ড ও ইংল্যান্ড-কলোম্বিয়া ম্যাচ কোথায় হতে চলেছে

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হতে চলেছে আজকের প্রথম ম্যাচ। এই স্টেডিয়ামে গ্রুপ পর্বের চারটি ম্যাচ হয়েছে। আজকের ম্যাচের পর এখানে একটি সেমিফাইনাল ও সব শেষে তৃতীয় স্থান নির্ধারণের খেলা অনুশঠিত হবে। এখানে আসন সংখ্যা ৬৮ হাজার।

মস্কোর অতক্রিতিয়ে এরিনায় অবস্থিত স্পার্টাক স্টেডিয়ামেই হতে চলেছে শেষ ১৬-র শেষ ম্যাচ কলোম্বিয়া-ইংল্যান্ড ম্যাচটি। এই স্টেডিয়ামটি আসলে নির্মাণ হয়েছিল ১৯২২ সালে। আসন সংখ্যা এখানে ৪২ হাজার। এখানেও গ্রুপ পর্বের চারটি ম্যাচ হয়। এবার হতে চলেছে শেষ-১৬-র একটি ম্যাচ।

ম্যাচ পরিচালনার দায়িত্বে

আজকের প্রথম ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভোনিয়ার রেফারি স্কোমিনা দামির।তাঁকে সহযোগিতা করবেন স্বদেশীয় প্রাপতনিক জুর ও ভুকান রবার্ট। চতুর্থ রেফারি থাকছেন বাহরিনের সুক্রাল্লা ন্যায়াফ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইতালির ওর‍্যাস্তো দ্যানিয়েল। সঙ্গে থাকছেন স্পেনের দিয়াজ রবার্তো। জার্মানির ডাঙ্কার্ট বাস্তেইন ও ইতালির ইর‍্যাতি ম্যাসসিমিলিয়ানো।

দ্বিতীয় ম্যাচে থাকছেন আমেরিকার রেফারি গিগার মার্ক, কানাডার ফ্লেচার জো, আমেরিকার অ্যান্ডারসন ফ্রাঙ্ক ও নিউজিল্যান্ডের কঙ্গার ম্যাট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নেদারল্যান্ডের ম্যাক্যিলি ড্যানি, চিলির অ্যাস্ত্রোজা কার্লোস, পোল্যান্ডের গিল পাওয়েল ও আর্জেন্টিনার ভিলিয়ানো মাউরো।

Published on: জুলা ৩, ২০১৮ @ ২১:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − = 20