Published on: জুলা ১৬, ২০১৮ @ ০১:০০
এসপিটি স্পোর্টস ডেস্কঃ শেষ হল ফিফা বিশ্বকাপ ২০১৮। বিভিন্ন বিভাগে সেরার পুরস্কারও দেওয়া হয়ে গেল। গত বারের মতো এবারও গোল্ডেন বুট জয়ী দলের কোনও খেলোয়াড় পায় নি। এক নজরে দেখে নেওয়া যাক কারা সেরা হল-
গোল্ডেন বুট
হ্যারি কেন (ইংল্যান্ড)-৬টি গোল করেন তিনি।
গোল্ডেন বল
লুকা মদ্রিচ(ক্রোয়েশিয়া)
গোল্ডেন গ্লাভস
থিবত কুরোইস(বেলজিয়াম)-২৭টি গোল সেভ করেন
সেরা তরুন খেলোয়াড়
এমবাপে(ফ্রান্স)
Published on: জুলা ১৬, ২০১৮ @ ০১:০০