মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলে শামিয়ানা ভেঙে দুর্ঘটনা, আহত একাধিক

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৬, ২০১৮ @ ১৬:৩১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৬জুলাইঃ ভিড়ে ঠাসা ময়দানে তখন তিল ধারনের জায়গা নেই। প্রধানমন্ত্রীকে দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। বক্তৃতা দিতে উঠে এই অবস্থা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারে বারে কর্মী-সমর্থকদের সতর্ক করে দিচ্ছিলেন। কিন্তু কোনও সতর্কতাই কাজে এল না। তাঁর বক্তৃতা চলার সময়ই ঘটে গেল দুর্ঘটনা। শামিয়ানা ভেঙে আহত হলেন ২২জন। তাদের নিয়ে যাওয়া হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আহতদের চিকিৎসার ব্যাপারে সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোমবার মেদিনীপুর কলেজ মাঠে কৃষি কল্যান সভার আয়োজন করে রাজ্য বিজেপি। সেখানেই একটি স্থানে কিছু মানুষের জন্য শামিয়ানা টাঙানো হয়েছিল। লোহার রড দিয়ে অস্থায়ী কাঠামো গড়ে তা কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছিল।

প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিতে ওঠেন তখন তিনি লক্ষ্য করেন একটা দিকে পরিস্থিতি খুব ভয়াবহ। তিনি তাদের নীচে নেমে যেতে অনুরোধ করেন। কিন্তু সেইসব মানুষজন তাঁর অনুরোধ শোনেননি। এরপর নরেন্দ্র মোদির বক্তৃতা মাঝপথে গড়িয়েছে তখন হুড়মুড়িয়ে শামিয়ানার অস্থায়ী ছাদ ভেঙে পড়ে। লোকজন তখন ছুটে বেরিয়ে আসার চেষ্টা করেন। আর তখনই ঘটে যায় দুর্ঘটনা।

প্রায় ২২জন আহতকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করে মেদিনীপুর হাসপাতালে ছূটে যান আহতদের দেখতে।সেখানে তিনি আহতদের সঙ্গে কথা বলেন। কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে আহতদের খোঁজখবর নেন।রাজ্য সরকার আহতদের সব রকমের চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করবে বলে জানান তিনি।ছবি-এএনআই

Published on: জুলা ১৬, ২০১৮ @ ১৬:৩১ 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − = 51