১৩ শিশুর মৃত্যু কুশীনগরে, মুখ্যমন্ত্রী পৌঁছতেই ঘিরে ফেলে জনতা বলতে থাকে-সাহেব, আমাদের সন্তানকে ফিরিয়ে দাও

দেশ রেল
শেয়ার করুন

Published on: এপ্রি ২৬, ২০১৮ @ ১৭:৪২

এসপিটি নিউজ ডেস্কঃ  তারা কেউ বুঝে উঠতে পারছে না এখন কি হবে। আর দেখা যাবে না তাদের প্রিয় লাডলাকে। তারা যে এ পৃথিবীর মায়া কাটিয়ে অনেক দূর চলে গেছে।বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কুশীনগরে বিষ্ণুপুরা থানা এলাকার দুদহী বহপুখা রেলওয়ে ক্রসিং-এ এদিন সকালে স্কুল ভ্যান ট্রেনের সামনে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩জন শিশুর। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচ জন শিশু। ঘটনার খবর পাওয়ার পর সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে সামনে পেয়ে শিশুদের পরিবারের লোকজন মুখ্যমন্ত্রীকে ঘেরাও করে রাখে। তারা বলতে থাকে-সাহেব, আমাদের সন্তানদের ফিরিয়ে দাও।সেখানে হাজার হাজার গ্রামবাসী বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনায় দোশীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। কিভাবে এমন ঘটনা ঘটে গেল তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তারা। হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী মৃত ও আহত শিশুদের দেখে আসেন। এরপর তিনি এই ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু গ্রামবাসীদের ক্ষোভ তবু কমে নি। আসলে তাদের ক্ষোভ থাকাটাই তো স্বাভাবিক। কারণ, তাদের সন্তানরা আর ফিরে আসবে না। তার কি কোনও ব্যবস্থা করতে পারবে?

জানা গেছে, সিয়ান থেকে গোরক্ষপুর যাচ্ছিল ৫৫০৭৫ আপ। ট্রেনটির সামনে এসে পড়ে স্কুল ভ্যানটি। ক্রসিং-এ কোনও লোক ছিল না। স্কুল ভ্যানটি যখন রেললাইনের উপর ট্রেনটি অনেক কাছে চলে আসে। সেইসময় ঘটয়াস্থলে থাকা এক বাইক আরোহী সমানে হর্ন বাজাচ্ছিল। অভিযোগ, স্কুল ভ্যান চালকের কানে তখন ইয়ারফোন গোঁজা ছিল। ভিতরে শিশুরাও চিৎকার করে বলার চেষ্টা করছিল। কিন্তু কোনও চিৎকারই তার কানে পৌঁছয়নি। ফল যা হওয়ার তাই হয়ে গেল। ট্রেনের ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। ঘটনাস্থলেই মৃত্যু হল ১৩জন শিশুর।

মুখ্যমন্ত্রী প্রথমে পাওয়া খবরের ভিত্তি করে বলেন, স্কুল ভ্যানের চালক কানে ইয়ারফোন গুঁজে ছিল।পরে তিনি ঘটনার গম্ভীরতা দেখে বলেন, ঘটনার তদন্ত করে যার বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Published on: এপ্রি ২৬, ২০১৮ @ ১৭:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 18 =