১১০০ কোটি টাকা্র নিজস্ব বিমান চালিয়ে ৫ হাজার কিমি আকাশপথ পাড়ি দিয়ে দিল্লি নামলেন ব্রুনেইয়ের সুলতান

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: জানু ২৫, ২০১৮ @ ১৯:১৭

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরই বিদেশের কোনও রাষ্ট্রপ্রধান অতিথি হয়ে অনুষ্ঠানে অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে, এবার একজন নয় ১০জন রাষ্ট্রপ্রধান বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রজাতন্ত্র দিবসের চাক্ষুষ করবেন।আর এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল ব্রুনেইয়ের সুলতান হাসনল।যিনি ভারতে মোদী সরকার গঠনের পর এই প্রথম নিজের ব্যক্তিগত বিলাস ও ব্যয়বহুল বিমান আকাশপথে ৫ হাজার কিমি উড়িয়ে নিয়ে এসে পৌছেছেন রাজধানী দিল্লিতে।যে বিমানের মূল্য ১১০০ কোটি টাকা।বিশ্বের ধনী শাসকদের মধ্যে সুলতান একজন। এবারের প্রজাতন্ত্র দিবসে সুলতানের উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখজনক দিক বলে মনে করা হচ্ছে।

প্রজাতন্ত্র দিবস এবার মহা সমারোহে পালিত হতে চলেছে। যেখানে ১০টি দেশের রাস্ট্রপ্রধানরা ভারতের শক্তি দেখতে পাবেন। এই অনুষ্ঠানে অংশ নিতে বুধবারই ৯ রাস্ট্রপ্রধান দিল্লি পৌঁছে গেছে্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রিত এইসব বিশিষ্ট অতিথিদের মধ্যে এমন একজন আছেন যিনি নিজের ব্যক্তিগত বিমানে চেপেই দিল্লি এসেছেন।

একটি হিন্দি সংবাদপত্রের খবর অনুযায়ী, ব্রুনেইয়ের সুলতান হাসনল আজ (বৃহস্পতিবার) আসিয়ান সম্মেলনে যোগ দিতে এখানে এসে পৌঁছেছেন।তাঁর ভারত সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল যে মোদীর নেতৃত্বাধীন সরকার গঠনের পর এই প্রথম ব্রুনেইয়ের সুলতান নিজেই নিজের জ্যাম্বো জেট উড়িয়ে ৫,০০০ কিমি পথ পাড়ি দিয়ে ভারতে এলেন। এদিন দিল্লিতে, যখন বিমানটি অবতরণ করে, তখন বিমানবন্দরে ককপীঠে সুলতান হাসনলকে দেখে সবাই অবাক হয়ে যায়। ভারতীয় রাজনীতিক এবং সাধারণ মানুষ সুলতান হাসনলকে এই পরিস্থিতিতে দেখে যারপরনাই বিস্মিত হয়, কিন্তু সুলতানের কাছে এটা এমন কোনও নতুন জিনিস নয়।

ব্রুনেইয়ের সুলতান হাসনলের নাম বিশ্বের কয়েকটি শাসকগোষ্ঠীর মধ্যে রয়েছে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার কুর্সিতে রয়ে গিয়েছেন।গত ৫ অক্টোবর সুলতানের সিংহাসন ধরে রাখার ৫০ বছর পালিত হয়। অনেক রাজনীতিবিদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাসনল পৃথিবীর দ্বিতীয় শাসক, যিনি এতদিন ধরে সিংহাসনে অধিষ্ঠিত আছেন।তার আগে রয়ে গেছেন  রানী দ্বিতীয় এলিজাবেথ।

এর আগে, যখন তিনি ২০০৮ এবং ২০১২ সালে ভারত সফরে এসেছিলেন, তখনও তিনি নিজেই বিমানটি উড়িয়ে নিয়ে এসেছিলেন। সুলতান হাসনল জাহাজ উড়াতে খুব পছন্দ করেন। যে বিমানে তিনি দিল্লি এসেছেন সেই বিমানের দামের মূল্য ৫৪৫ কোটি টাকা। এই উড়োজাহাজের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি হল এটির ভিতরে প্রসাধনের পিছনে ৬৫৪ কোটি অতিরিক্ত খরচ হয়েছে। তাই এই বিমানকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানের একটি বলে মনে করা হয়।

হাসনলের নামটি শুধুমাত্র বিমানের ক্রয়ের জন্য বিখ্যাত নয়, বিশ্বের সমস্ত ব্যয়বহুল গাড়িগুলিও তাঁর খুব উছন্দের বলে মনে করা হয়। একটি সময় ছিল যখন হাসনলের কাছে বিলাসবহুল গাড়ি্র একটা সম্পূর্ণ সংগ্রহ ছিল। হাসনল বর্তমানে যে প্রাসাদে থাকেন সেখানে ৭, ৭৮৮টি ঘর রয়েছে এবং প্রাসাদের নীচে ভূ-গর্ভে ১০০টিরও বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সুলতান হাসনল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন বলে বিবেচিত। যেখানে তাঁর কাছে  ছয় হাজারেরও বেশি গাড়ি, সোনা ও হীরে দিয়ে মোড়ানো এক অপূর্ব মসজিদও রয়েছে।

Published on: জানু ২৫, ২০১৮ @ ১৯:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 + = 70