
সংবাদদাতা– কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ৪, ২০১৮ @ ২২:৩৯
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৪সেপ্টেম্বরঃ কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছিলেন দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা জেলার শিরোপা ছিনিয়ে এনেছে বাংলার দুই জেলা পূর্ব বর্ধমান ও কোচবিহার। এবার এই কাজে সেরা গ্রাম পঞ্চায়েতের শিরোপাও ছিনিয়ে আনল বাংলার আর এক গ্রাম পঞ্চায়েত আপার বাগডোগরা। বাংলা যে উন্নয়নে এগোচ্ছে মুখ্যমন্ত্রী সেটাই আর একবার সকল্কে তা জানিয়ে দেন এই বার্তার মধ্য দিয়ে।
সোশ্যাল নেটওয়ার্কের সাইটে সেকথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাসও প্রকাশ করেন।
টুইট ও ফেসবুকে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ” পূর্ব বর্ধমান এবং কোচবিহার ১০০দিনের কাজের প্রয়োগের ক্ষেত্রেও দেশের মধ্যে শীর্ষস্থান পেয়েছে। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত ১০০ দিনের কাজে দেশের মধ্যে সেরা হল। পাশাপাশি জল সংরক্ষনের ক্ষেত্রেও গোটা দেশের মধ্যে বাংলা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। যা রাজ্যের ক্ষেত্রে এই প্রথম।” এই উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতকে শুভেচ্ছা জানিয়েছেন সেই সোসাল সাইটের মাধ্যমেই।
প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমা এলাকায় মাত্র অল্প কয়েকটি আসন রয়েছে কংগ্রেসের। তার মধ্যে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের কাঞ্চন কুশ বাহা। এই খবর প্রকাশিত হওয়ার পর পরই তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই পুরস্কার দলগত ও সমষ্টিগত পুরস্কার। এই প্রকল্প সর্বোতভাবে সফল করতে পারাটাও সকলের সমবেত প্রচেষ্টার ফল। সকলের সহযোগিতায় এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে হবে।
এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। তিনি বলেন, আমরা সুযোগ পেলেই যে কাজ করতে জানি তা প্রমাণ হল।
Published on: সেপ্টে ৪, ২০১৮ @ ২২:৩৯