
সংবাদদাতা– দেবাশিস রায়
Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২১:০৬
এসপিটি নিউজ, হালিশহর, ২২ সেপ্টেম্বর : ফের উত্তপ্ত হল হালিশহর। প্রকাশ্যে চলল গুলি। আর তাতে আহত হলেন পিন্টু নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পগনা জেলার হালিশহর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পল্লি উন্নয়ন সমিতির কাছে।
ঘটনায় প্রকাশ, ২১শে সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ পিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় এক যুবক। গুলি লাগে পিন্টুর পায়ে। তাকে সঙ্গে সঙ্গে কল্যাণীর জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনা সম্পর্কে সেই ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য জানা যায়নি।
Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২১:০৬