সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ১০, ২০১৮ @ ০০:২১
এসপিটি নিউজ, লালগড়, ৯ফেব্রুয়ারিঃ প্রথমে মানুষ ভেবেছিল এ ছাপ বোধ হয় বাগের পায়ের। কিন্তু বাঘ আসবে কোথা থেকে মেদিনীপুর-ঝাড়গ্রামের জঙ্গলে? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। বন দফতর অবশ্য প্রথমেই বাঘের দাবি নস্যাত করে দিয়ে বলেছিল এটা বাঘ নয়, অন্য কোনও প্রাণীর হবে। শুক্রবারের পর সেটাই মনে হয়ে খেটে গেল। লালগড় এলাকার বেশ কয়েকটি গরুর উপর এক হিংস্র প্রাণী যেভাবে মাংস খুবলে নিয়ে হামলা চা্লিয়েছে তাতে বন দফত জানিয়েছে প্রাণীটি বাঘ নয় হায়না। আর একথা শোনার পর মানুষের মনে ভয় আর আতঙ্ক আরও মাথা চাড়া দিয়েছে।
কয়েকদিন আগে বড় আকারের জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল লালগড়ের বিভিন্ন এলাকায়।এতদিন পরে সেই জন্তুর আক্রমণে জখম হয়েছে বেশ কয়েকটি গুরু।এই ঘটনার জেরে লালগড় এলাকায় ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে।
গরুর উপর আক্রমনের ঘটনার পরই বনদফতর আরও বেশি করে এলাকার মানুষদের সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে অনুমান করছেন বাঘেই এই গুরুর উপর আক্রমন করছে। তবে আক্রান্ত গরুরটির গায়ে ক্ষত চিহ্ন, চোয়ালের দাগ দেখে বনদফতর অনেকটাই নিশ্চিত যে জন্তুটি বড় আকারের হায়না।
বৃহস্পতিবার বিকেলে এহেন ঘটনাটি ঘটেছে লালগড় থানার আমলিয়া গ্রাম লাগোয়া একটি জঙ্গলে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আমলিয়া গ্রামের তিন চারটি গরুকে রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে করতে গ্রামে ছুটে আসতে দেখা যায়।গরুটির সারা শরীরে বিভিন্ন অংশে কামড়-খুবলানোর দাগ দেখা গেছে।
এ দিকে এই ঘটনার পর বনদফতর এক প্রত্যক্ষদর্শীর বয়ান পেয়েছেন।আমলিয়া এলাকার এক শিক্ষক বনদফতরের আধিকারিকদের জানিয়েছেন, সকালে আমলিয়ার জঙ্গলে একটি ধুসর রং এর কালো ছাপ যুক্ত একটি জন্তুকে দেখা গিয়েছিল।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং গুরুটির গায়ে ক্ষত চিহ্ন দেখে বনদফতরের আধিকারিকেরা মনে করছেন আক্রমনকারী জন্তু এবং যে জন্তুর পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেটি হায়না। পায়ের ছাপ মেলার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল ওই জন্তু আসলে কোন বাঘ।
অন্যদিকে। বনদফতর বৃহস্পতিবার ওই ঘটনার পর থেকে আরও জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে লালগড় থানা এলাকার বিভিন্ন জঙ্গলে।
উল্লেখ্য, গত আট নয় দিন আগে লালগড়ের রামগড়, ঝিটকা সহ এলাকার বিভিন্ন জঙ্গলে দেখা মিলেছিল বড় আকারের জন্তুর পায়ের ছাপ।
Published on: ফেব্রু ১০, ২০১৮ @ ০০:২১