সড়ক পথে মাত্র ১২ ঘণ্টায় দিল্লি থেকে মুম্বই

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: এপ্রি ১৮, ২০১৮ @ ২৩:৫২

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ১৮ এপ্রিলঃ রেল পথের চেয়েও আগে পৌঁছনো যাবে মুম্বই। সড়ক পথে মাত্র ১২ ঘণ্টায় এই যাত্রা সম্পন্ন করা যাবে।কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই কাজ শুরু করতে চলেছে। এই কাজে খরচ ধরা হয়েছে মোট ৬০ হাজার কোটি টাকা। এই তৈরি করতে সময় ধরা হয়েছে তিন বছর। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতীন গড়করী এ কথা জানিয়েছেন। এই রাস্তাটি পিছিয়ে পড়া দুই জেলা হরিয়ানার মেওয়াত এবং গুজরাতের দাহোদের মধ্যে দিয়ে যাবে।এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাওয়ার পর দিল্লি থেকে মুম্বইয়ের দূরত্ব ১৪৫০ থেকে কমে দাঁড়াবে ১২৫০ কিলোমিটার।

গড়করী জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। আগামী তিন বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হয়ে যাবে। এর কাজ গুরগাঁও-এর রাজীব চক থেকে শুরু হবে। এটি সোহনা বাইপাস বরাবর শুরু হয়ে বড়োদরা পর্যন্ত যাবে। এই এক্সপ্রেসওয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পিছিয়ে পড়া জেলার উন্নয়নের জন্য তৈরি হবে।

রাজধানী এক্সপ্রেসওয়ের থেকেও আগে পৌঁছনো যাবে এই সড়ক পথে। রাজধানী এক্সপ্রেসওয়েতে যেখানে ১৬ ঘণ্টা লাগে সেখানে এই পথে মাত্র ১২ঘণ্টায় পৌঁছনো যাবে মুম্বই।

Published on: এপ্রি ১৮, ২০১৮ @ ২৩:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4