এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মার্চ: কেরালা যাওয়ার জন্য এবার কলকাতা থেকে সরাসরি উড়ান পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আগামী ৪ এপ্রিল থেকে তারা কলকাতা-কোচি রুটে সরাসরি চলবে উড়ান। প্রতিদিন এই উড়ান পরিষেবা চালু থাকবে শুধু শনিবার ছাড়া। এই পরিষেবা চালু হওয়ার ফলে কলকাতা থেকে কেরালা যাত্রা করা যাত্রীদের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সম্প্রতি এক বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। সেখানে শিরোণাম করা হয়েছে- হুগলি নদী থেকে চেরাই বিচ । তারপরেই লেখা হয়েছে- এখন আপনি কলকাতা থেকে কোচি সরাসরি উড়ে যেতে পারবেন।
সপ্তাহে প্রতিদিন চলবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই উড়ান। শুধু শনিবার বন্ধ থাকবে।
কলকাতা থেকে কোচি আবার কোচি থেকে কলকাতা উড়ান ছাড়ার সময় এবং পৌঁছনোর সময়ও বলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উড়ানের বুকিংও শুরু হয়ে গিয়েছে।
ফ্লাইট নম্বর IX 1123 উড়ান কলকাতা থেকে বেলা ১১টা২৫ মিনিটে ছেড়ে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে কোচি পৌঁছবে। আবার IX 1128 এয়ার ইন্ডিয়ার উড়ান কোচি থেকে দুপুর ৩টে বেজে ০৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কলকাতা পৌঁছবে।
ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (TAFI)-র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- এই উড়ান পরিষেবা চালু হওয়ার ফলে কল্কাতাবাসীর অনেক সুবিধা হবে। কারণ, আগে কলকাতাবাসীকে কোচি যেতে হলে ভায়া বেঙ্গালুরু হয়ে যেতে হত। এরফলে সময় অপচয় হত। এখন অনেক কম সময় একেবারে সরাসরি কচি পোঁছে যেতে পারবেন কলকাতার যাত্রীরা। শুধু কলকাতাই নয়, পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মানুষ এর সুবিধা পাবেন।