
Published on: মে ৭, ২০১৮ @ ২৩:৫৩
এসপিটি নিউজ ডেস্কঃ ‘মেহেন্দি লাগাকে রাখ না’ এই গানের তালে আজ যেন উৎসবের মেজাজে নেচে উঠল অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের মেহেন্দি অনুষ্ঠান।এক ঝাঁক বলিউড সুন্দরী হাজির হয়েছিলেন সোনমের মেহেন্দি উৎসবে। যাঁদের মধ্যে ছিলেন শিল্পা শেঠি, রানি মুখার্জি আর স্বারা ভাস্কর।
৮ মে সোনম কাপুরের সঙ্গে আনন্দ আহুজার বিয়ে। গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল কন্যা। সেই উপলক্ষ্যে আজ থেকেই সেলিব্রিটিদের ভিড় শুরু হয়ে গেল অনিল কাপুরের বাড়িতে।
Published on: মে ৭, ২০১৮ @ ২৩:৫৩