Published on: জানু ২২, ২০১৮ @ ২২:৪৪
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ জানুয়ারিঃ রাজ্যের মধ্যে যে কটি প্রেস ক্লাব আছে তার মধ্যে উল্ল্যেখযোগ্য একটি নাম পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব। সঠিক সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমুখী ও সমাজসেবামূলক কাজেও যারা নিজেদের সারা ব্যস্ত রাখে। তারাই গত চার বছর ধরে সেরা আলোকচিত্র বাছাই করতে প্রতিযোগিতার আয়োজন করে আসছে।এবার তা পঞ্চম বর্ষে পা দিল।
মেদিনীপুরের পঞ্চুরচকে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে পঞ্চম বর্ষ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা।ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী মিলনানন্দজী মহারাজ, পুরপ্রধান প্রণব বসু, জেলা পরিষদের সহ সভাদিপতি অজিত মাইতি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রমাপ্রসাদ গিরি সহ অনেকে।
অনলাইনের মাধ্যমে আলোকচিত্র প্রতিযোগিতার ছবি নেওয়া হয়। ৪৫০জন প্রতিযোগী ছবি পাঠিয়েছিল। যার মধ্যে ১৫০টি ছবিকে মূল প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়। এদের মধ্যে থেকেই সেরা ছয়জনকে বেছে নিয়ে পুরস্কৃত করা হবে।এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক সুজয় খাঁড়া ও সভাপতি সৌমেশ্বর মণ্ডল। এছাড়াও ক্লাবের সকল সদস্যরাই উপস্থিত ছিলেন।
Published on: জানু ২২, ২০১৮ @ ২২:৪৪