Published on: জানু ৩০, ২০১৯ @ ১২:১৫
এসপিটি নিউজ, বিধাননগর, ৩০ জানুয়ারিঃ বুধবার সকালে সেক্টর-ফাইভে এসডিএফ বিল্ডিং-এ আগুন লেগে যায়। চারতালায় আগুন ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা তড়িঘড়ি নিচে নেমে আসে। দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে।আগুন নেভাতে নিয়ে আসা হয় স্কাইম্যান ল্যাডারও। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন- আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্তের রিপোর্ট পেলেই কারণ জানা যাবে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Published on: জানু ৩০, ২০১৯ @ ১২:১৫