Published on: জানু ২৪, ২০১৮ @ ১৯:০৫
এসপিটি নিউজ ডেস্কঃ হঠাৎ করে পাকিস্তানের চুপ করে যাওয়াটা মোটেই ভালো চোখে দেখছে না ভারতীয় সেনাবাহিনী। এটা নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে সাবধানতা অবলম্বন করেছে তারা।কারণ, টানা পাঁচদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাদের মৃত্যু হয়।কিন্তু মঙ্গলবারের দুপুরের পর থেকে পরিস্থিতি আচমকাই বদলে যায়। পাকিস্তান গুলি ছোঁড়া বন্ধ করে দেয়। যা নিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা করা হচ্ছে।
এর আগে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ক্রস-এলওসিতে গুলির লড়াইয়ে আহত এক সেনার মৃত্যু হয়েছে বুধবার। বৃহস্পতিবার পর্যন্ত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তের সংঘর্ষে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩জন।
একটি সূত্র জানায়, জেলার মেন্ধার এলাকায় এক সেনা বুলেট বিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। “তিনি রাজৌরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তারও শেষ রক্ষা হল না।আজ তার মৃত্যু হয়েছে,” এমন সংবাদ দিয়েছে গ্রেটার কাশ্মীর।
ভারতীয় সেনাদের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার দুপুরের পর থেকে সীমান্ত রেখা বরাবর এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকা শান্তই আছে। টানা পাঁচদিনের গুলিযুদ্ধের পর দু’দেশের মধ্যে নতুন করে আর গুলি বিনিময় হয় নি।
এর আগে, গুলি বিনিময়ে সাতজন বেসামরিক নাগরিক ও পাঁচ সেনা নিহত হয়।
Published on: জানু ২৪, ২০১৮ @ ১৯:০৫