সংবাদদাতা-কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১৮:১৩
এসপিটি নিউজ, গ্যাংটক, ১৬সেপ্টেম্বরঃ উত্তর সিকিমে টানা বৃষ্টিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামল বায়ুসেনা। রবিবার সকাল থেকে বায়ুসেনা, সেনা যৌথভাবে উদ্ধারকাজে হাত মিলিয়েছে। এ কাজে তারা বিমান বাহিনীকে সাহায্য করছে।
এদিন বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে উত্তর সিকিমের দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এজন্য তারা সেভক ও গ্যাংটকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলাদা রাস্তা বের করে।ইতিমধ্যে তারা একজন অন্তঃস্তত্বা মহিলা সহ মোট ১০০জঙ্কে উদ্ধার করেছে। এই উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছে।
Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১৮:১৩