
এসপিটি নিউজ, হাওড়াঃউৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারদা মায়ের ১৬৫ তম জন্মজয়ন্তী তিথি পালন হয়। এদিন ভোর থেকে বেলুড় মঠে মায়ের মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন ভোর ৪টে ৪৫ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গলা আরতির মধ্যে দিয়ে পুজা শুরু হয়। পরে সারাদিন মায়ের পূজা অর্চনা চলে। এদিন দুপুরে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়। এছাড়াও সন্ধ্যায সন্ধ্যা আরতি ও রাতে মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। এদিন সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে মন্দিরের পাশে প্যান্ডেল করে তাতে মায়ের জীবনীর নানা দিক নিয়ে আলোচনা করা ছাড়াও বিশেষ ধর্মসভার আয়োজন করা হয। এদিন মায়ের জন্মতিথি উপলক্ষে মায়ের ভক্তরা ছাড়াও বহু স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মন্দিরে পূজা দেয়। প্রসঙ্গত ১৮৫৩ সালের ২২শে ডিসেম্বর জয়রামবাটীতে সারদা মা জন্মগ্রহন করেন।