সাতরাগাছি পুরীর মধ্যে ১২ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত দক্ষিন পূর্ব রেলের

রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ডিসে ২০, ২০১৭ @ ১৮:২৮

এসপিটি নিউজ,হাওড়া,২০ডিসেম্বর: অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে সাতরাগাছি পুরীর মধ্যে ১২ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিন পূর্ব রেলওয়ে। রেল সূত্রে খবর আগামী ৫ জানুয়ারী থেকে ২৪শ মার্চ পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি চলাচল করবে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর ০৮৪০৪ সাতরাগাছি-পুরী স্পেশাল প্রতি শনিবার সন্ধ্যা ১৯টা ১০ মিনিটে সাতরাগাছি থেকে ছেড়ে পরেরদিন ভোর ৪টের সময় পুরী পৌছবে।অন্যদিকে ০৮৪০৩ পুরী-সাতরাগাছি স্পেশাল প্রতি শুক্রবার পুরী থেকে রাত ২১টা ২৫ মিনিটে ছেড়ে পরেরদিন সকাল ৬টা ৪৫ মিনিটে সাতরাগাছি পৌছবে।

রেল সূত্রে খবর, স্পেশাল এই ট্রেন গুলিতে ১ টি এ সি টু টায়ার, ৩ টি এ সি থ্রি টায়ার,১০টি স্লিপার ও ৪টি দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচ থাকবে।

Published on: ডিসে ২০, ২০১৭ @ ১৮:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

79 − = 76