Published on: জানু ৫, ২০১৮ @ ১১:২০
এসপিটি নিউজ,হাওড় ৫জানুয়ারিঃ অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে সাতরাগাছি ও চেন্নাই এর মধ্যে ১২ জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিন পূর্ব রেলওয়ে। রেল সূত্রে খবর স্পেশাল এই ট্রেনগুলি আগামী ১০ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলাচল করবে।
দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ০৬০৫৭ সাতরাগাছি চেন্নাই সাপ্তাহিক স্পেশাল সাতরাগাছি থেকে প্রতি বৃহস্পতিবার ২৩টা ৫০ মিনিটে ছেড়ে শনিবার ০৫টা ৩০ মিনিটে চেন্নাই সেন্ট্রাল ষ্টেশনে পৌছাবে। অন্যদিকে ০৬০৫৮ চেন্নাই সাতরাগাছি সাপ্তাহিক স্পেশাল চেন্নাই সেন্ট্রাল থেকে প্রতি বুধবার ১৫টা ১৫ মিনিটে ছেড়ে পরেরদিন ১৯টা০০ মিনিটে সাতরাগাছি পৌছাবে।
স্পেশাল এই ট্রেনগুলিতে ২টি এসি থ্রি টায়ার,১০টি স্লিপার ও ২টি দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচ থাকবে।
Published on: জানু ৫, ২০১৮ @ ১১:২০