সরকারি সুযোগ-সুবিধার খবর পৌঁছে দিতে মেদিনীপুরে তিনদিনের শ্রমিক মেলার উদ্বোধন

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৯ জানুয়ারিঃ শ্রমিকদের উন্নয়নে রাজ্য সরকার নানারকম ব্যবস্থা গ্রহণ করেছে।তারই অঙ্গ হিসেবে সোমবার মেদিনীপুর শহরে শ্রমিক মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করে রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষা যোজনার আওতায় নথিভুক্ত শ্রমিকদের শ্রম আইন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নথিভুক্ত শ্রমিকদের বিভিন্নরকম সরকারি সুযোগ-সুবিধা প্রদান করাই মূল উদ্দেশ্য।এছাড়াও সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের শ্রম দফতরের বিভিন্ন প্রকল্পে সরাসরি নাম নথিভুক্ত করার সুযোগ। আসলে সরকারি প্রকল্পগুলি তাদের কাছে পৌঁছে দেওয়াই এই মেলার মুখ্য উদ্দেশ্য বলে জানান মন্ত্রী।

শ্রমিক মেলা প্রাঙ্গনে ২৭টি স্টল রয়েছে। যাখান থেকে শ্রমিকরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। মেলার মঞ্চ থেকে ভবন ও নির্মাণকর্মীদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে অনুদান বাবদ মোট ৩০ লক্ষ টাকার সরকারি অনুদান দেওয়া হবে বলে অতিরিক্ত শ্রম কমিশনার বিতান দে জানান।

আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। সেই সঙ্গে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ও রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনের নিরলস প্রচেষ্টাও আছে। তারই ফলস্বরূপ, শ্রমিক ভাইবোনদের কাছে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জানুয়ারিতে রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে সামাজিক সুরক্ষা মাস।তারি অঙ্গ হিসেবে মেদিনীপুরের বার্জটাউন মাঠে ৯,১০ ও ১১ জানুয়ারি শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে। এদিন সেই মেলার উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অনুষ্ঠানে বাঁশির সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন রঞ্জন জানা। ছিলেন সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক প্রদ্যোত ঘোষ, শ্রিকান্ত মাহাত ও দীনেন রায় প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 79 = 89