
এসপিটি নিউজ, সবং- সবং কংগ্রেসের ছিল, আগামিদিনেও থাকবে বলে দলীয় প্রার্থীর সমর্থনে এসে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ তেমাথানীতে দলীয় প্রার্থী চিরঞ্জীব ভৌমিকের সমর্থনে এক জন্সভায় এসেছিলেন অধীর। বক্তব্য রাখতে উঠে অধীর বলেন, কংগ্রেসের নির্বাচিত বিধায়ক দলের সঙ্গে বিস্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও সবং-এর একজন কংগ্রেস কর্মী ও সমর্থক দল ত্যাগ করেননি। তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারাই আমাদের সম্পদ। কংগ্রেসকে সবংবাসী দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে। তাই সবং আগেও যেমন ছিল আজও আমাদেরই থাকবে। সেই সঙ্গে এদিন অধীর সভায় দাঁড়িয়ে মান্স ভুঁইয়ার সমালোচনা করেন।তাকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বলেন, তার হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে বলে অভিযোগ রয়েছে।তৃণঅমূল কর্মীরা কি তার স্ত্রীকে ভোট দেবেন? প্রশ্ন তোলেন অধীর।
ছবিঃ রামপ্রসাদ সাউ