এসপিটি নিউজ, সবং (পশ্চিম মেদিনীপুর)- আগামী ২১ ডিসেম্বর সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মনোণোয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাংসদ ডাঃ মানস ভুঁইয়ার স্ত্রী গীতা রানী ভুঁইয়াকে। স্বামীর ছেড়ে যাওয়া বিধানসভা আসন ধরে রাখার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত খাওয়া-দাওয়া ভুলে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছেন সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী। শুক্রবার সবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্সকে সঙ্গে নিয়ে সবং-এর ভেমুয়া গ্রামে প্রচার শুরু করেন মানস জায়া গীতা রানী ভুঁইয়া।প্রচার করার সময় গ্রাম জুড়ে জনজোয়ার দেখে আপ্লুত তৃণমূল প্রার্থী। তিনি বলেন, এভাবে এত মানুষ আমার প্রচারে পা মেলাবে তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। দেখে মনে হচ্ছে তারা সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে। এদিন তৃণমূল প্রার্থীর প্রচারে গোটা গ্রাম উপচে পড়েছিল। প্রার্থীর ছবি তুলতেও দেখা গেছে গ্রামের মানুষদের।
সংবাদদাতাঃ বাপ্পা মন্ডল ছবিঃরামপ্রসাদ সাউ