নির্বাচনী গণনা কেন্দ্র থেকে সরাসরি ফলাফলের খবর পাঠাচ্ছেন আমাদের প্রতিনিধি বাপ্পা মণ্ডল
Published on: ডিসে ২৪, ২০১৭ @ ১২:১০
তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি কংগ্রেস
১)৫৬৯৬ ৩০৮৯ ২৭০০ ১১১৯
২)১০৮৩১ ৭০৪৫ ৫১৮২ ৩২০১
৩)১৬৮৭১ ১০০৯৫ ৮২৯১ ৪৭২৫
৪)২৩,৯১২ ১২,৬৭১ ১০,১৫০
৫)৩০১৪২ ১৫৬৭১ ১২৮৭৭ ৭১৭৭
৬)৩৫৫৪১ ১৯১৪৩ ১৫১৩৭ ৮৮১৭
৭)৪১০২৮ ২২৯২৯ ১৭৩৩৭ ১০৭৪৫
৮)৪৬৮৩৫ ২৭৪৫২ ১৯৫৯০ ১১৯৫৪
৯)৫৪,৭১৪ ৩০০২৩ ২১৬৩৯ ১২৭৫১
১০)৬৪৬৬২ ৩১০১৩ ২৩৬২২ ১৩৩৩৫
১২)৮১১৮৯ ৩৫৩৭০ ২৭০৩২ ১৪৩৫০
১৩)৮৯৩৪৭ ৩৭৩৩৭ ৩০৯৮০ ১৫৩৭৭
১৪)৯৫৫৭৫ ৩৯৭৮৪ ৩৪০৩০ ১৬৭৭৭
১৫)১,০৩,৮১০ ৪১,৫৭০ ৩৬,৭২৭ ১৭,৭৭৯
১৬)১,০৬,১৭৯ ৪১,৯৮৭ ৩৭৪৭৬ ১৮,০৬০
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
এসপিটি নিউজ, সবং, ২৪ ডিসেম্বরঃ সবং বিধানসভা উপ-নির্বাচনের গণনা আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে। টানটান উত্তেজনার মধ্যেই চলছে গণনা। প্রথম রাউন্ড থেকেই প্রথম স্থানে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়া। ষষ্ঠ রাউন্ডের শেষে তিনি পেয়েছেন ৩৫৫৪১টি ভোট। সিপিএম প্রার্থী রীতা জানা মণ্ডল ১৯,১৪৩টি ভোট আর বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য্য ১৫,১৩৭টি ভোট।রীতিমতো লড়াই চলছে, অন্তত এখনও পর্যন্ত। সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে ১৮০৯৯ ভোটে।অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে ১৯৩৮৩টি ভোটে।নবম রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে ২৪,৬৯১ ভোটে।দশম রাউন্ডের শেষে তৃণমূলের ব্যবধান বেড়ে হয়েছে ৩৩,৬৪৯।বাকি এখনো ৬ রাউন্ড।বারো রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে ৪৫,৮১৯টি ভোটে।১৩ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থীর ব্যবধান হয়েছে ৫২০১০।১৫ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৬২,২৪০ ভোটে।শেষ পর্যন্ত ১৬ রাউন্ডের শেষে তৃণমূল কংরেস প্রার্থীর জয়ের ব্যবধান ৬৪,১৯২। এর পর পোস্টাল ব্যালট পেপার গোনা বাকি আছে।Published on: ডিসে ২৪, ২০১৭ @ ১২:১০