
সংবাদদাতা-বেবী সরকার
Published on: ডিসে ২৩, ২০১৭ @ ২১:০০
এসপিটি নিউজ,দুর্গাপুর, ২৩ ডিসেম্বরঃ এ এক রহস্য-রোমঞ্চকর কাহিনি। দুর্গাপুরের সগরভাংগায় এন ব্লকের সরকারি আবাসনের এক ব্যক্তির আগুনে পুড়ে মৃত্যুর পরই নড়েচড়ে উঠল গোটা এলাকা।মৃতের নাম তাপস মিত্র।এলাকাবাসীর অভিযোগ, সেখানে মধুচক্র চলত। ইতিমধ্যে মৃত ব্যক্তির স্ত্রীকে পুলিশ গ্রেফতারও করেছে। ছেলে পলাতক।’সুবিচার চাই’ দাবি জানিয়ে এলাকাবাসী আজ পথে নামে। তারা শনিবার মিছিল করে স্থানীয় কোকওভেন থানাতেও যায়। মৃতের স্ত্রী ও ছেলের কঠোর শাস্তির দাবিও জানায়।স্বামীর আগুনে পূড়ে মৃত্যু, ছেলে পলাতক। স্ত্রী হল গ্রেফতার। দাদার মৃত্যুর জন্য বৌদি ও ভাইপোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভাই। সব মিলিয়ে এক মৃত্যুর রহস্য যেমন দানা বাঁধছে ঠিক তেমনই উঠছে একাধিক প্রশ্ন-আবাসনের মধুচক্রে কারা আসত? তবে কি মধুচক্রকে ঘিরেই জড়িয়ে আছে তাপস মিত্রের মৃত্যুর রহস্য?
গত মঙ্গলবার গভীর রাত। দুর্গাপুরের সগরভাংগাতে সরকারি আবাসনের এন ব্লকের খোলা মাঠে কনকনে ঠান্ডায় এক ব্যক্তিকে অগ্নিদগ্ধ হতে দেখেন এলাকার মানুষ। তাদের কিছু করার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যাইয় ব্যক্তিটি। সেই রাতে কেউ তাকে চিনতেও পারেনি।কিন্তু ঘটনার দু’দিন পরে ওই ব্যাক্তির মৃতদেহ শনাক্ত করেন তার ভাই গোপাল মিত্র। মৃত ব্যক্তি স্থানীয় এন ব্লকের বাসিন্দা তাপস মিত্র। কিন্তুর তার এমন মৃত্যুর পর আশ্চর্যজনকভাবে চুপ ছিলেন স্ত্রী মন্দিরা মিত্র এবং ছেলে তুঙ্গেস মিত্র। তাদের এমন নীরব থাকাটা এলাকাবাসীর মনে সন্দেহ ধরিয়ে দেয়। এলাকাবাসীর মনে প্রশণ জাগে, তবে কি তারাই কি অমিত মিত্র কে খুন করেছে?এমন অভিযোগে গত বৃহস্পতিবার মন্দিরা মিত্রের বাড়িতে হামলা করে এলাকার মানুষ।হামলার সময় অভিযোগ ওঠে এন ব্লকে তাদের আবাসনে মন্দিরা মিত্র এবং তার দুই মহিলা আত্মীয় “মধুচক্র”চালান। প্রশণ, মৃত ব্যক্তি কি মৃত্যুর আগে এই মধুচক্রের ব্যাপারে বাধা দিয়েছিল? তিনি কি এমন কোনও গোপন তথ্য জেনে গেছেলেন? যারা মধুচক্রে আসত তাদের কি তিনি চিনতেন? এসব অনেক প্রশ্নই এখন দানা বাধছে।
কোকোওভেন থানার পুলিশ কোনোক্রমে মৃতের স্ত্রী মন্দিরাদেবীকে উত্তেজিত জনতার রোষ থেকে আগলে থানায় নিয়ে যায়।মৃতের ভাই গোপাল মিত্র তার দাদার মৃত্যুর জন্য আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন মন্দিরা মিত্র এবং তুঙিস মিত্রের বিরুদ্ধে।মন্দিরা মিত্রকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।তুঙ্গেস মিত্র পলাতক।শুক্রবার সগরভাংগা এন ব্লকের বাসিন্দারা তাদের আবাসন এলাকায় মন্দিরা মিত্র এবং তুঙ্গেস মিত্রের কড়া শাস্তির দাবীতে মোমবাতি নিয়ে মিছিল করবার পর শনিবার তারা মিছিল করে যান কোকোওভেন থানায়।মিছিলে অংশ নেওয়া মহিলা ও পুরুষদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিলো “সুবিচার চাই।””মন্দিরা মিত্রের এবং তার ছেলে তুঙ্গেস মিত্রের কড়া শাস্তির দাবিতে আজ শনিবার কোকোওভেন থানায় এই অভিযান বলে জানান এক মহিলা প্রতিমা দাস।
সগরভাংগার সরকারি আবাসনের বাসিন্দারা যে এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না এবং তাদের জোরালো অভিযোগ, তাপস মিত্র যে আত্মহত্যা করেননি তাকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে তা স্পষ্ট।তাই দোষিদের ফাঁসির দাবিতে আগামী দিনে তারা দুর্গাপুরের মহকুমাশাসক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছেও যে যাবেন বলে জানিয়েছেন।
Published on: ডিসে ২৩, ২০১৭ @ ২১:০০