‘সংগ্রামী’ তৃণমূল কর্মী চন্দনের খুন নিয়ে প্রতিবাদে গর্জে উঠতে চলেছে গোটা ঝাড়গ্রাম

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                            ছবি-বাপন ঘোষ

Published on: আগ ২৮, ২০১৮ @ ২২:৪৪

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৮ আগস্টঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসেই নিহত চন্দনকে ‘সংগ্রামী’ কর্মী বলে আখ্যা দিয়েছিলেন।একই সঙ্গে তিনি জানিয়ে দেন খুনোখুনির রাজনীতি তিনি পছন্দ করেন না। সিপিএমের হার্মাদরাই আজ বিজেপির জহ্লাদ হয়েছে। তিনি চন্দনের পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজ্যের শিক্ষামন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন ঝাড়গ্রাম পৌঁছে চন্দনের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানান। একই সঙ্গে তিনি জানিয়ে দেন,”এভাবে জঙ্গলমহলের উন্নয়নকে রোখা যাবে না। দাঙ্গাবাজ আর ভিতু সিপিএম অন্যের পতাকা হাতে নিয়ে জহ্লাদের ভূমিকায় নামার বিরুদ্ধে এবার প্রতিবাদ হবে।”

রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তোলেন। তাঁর অভিযোগ, “এটা পুরোপুরি ঝাড়খণ্ডের মদতে হচ্ছে। দুই রাজ্যের সীমানা এটি। কাছেই চাকুলিয়া, সিংভূম।”

তবে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিহত চন্দনের মৃতদেহের পাশে দাঁড়িয়ে শোকে ভেঙে পড়েন। তিনি বলেন,” আমরা বেদনার সাথে জানাচ্ছি যে, আমাদের কাছের মানুষ, পুরানো দিনের সাথীকে হারালাম। বিগত দিনে সিপিএমের জল্লাদ বাহিনী যে ভাবে জঙ্গল মহলকে রক্তাক্ত করেছে আমাদের কর্মীকে খুন করেছে। তারাই আজকে বিজেপির নাম ধরে সেই অত্যাচার , ভয়, ভীতি চালিয়ে যাচ্ছে।”

পার্থ চট্টোপাধ্যায় বলেন,”চন্দনকে যারা খুন করেছে তারা তাঁর বাবাকেও হত্যা করেছিল ২০০২ সালে। পুলিশ মূল অভিযুক্তকে ধরলেও আরও অনেকেই বাইরে থেকে পতাকা বদল করে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। গ্রেফতার হওয়া সেই ব্যক্তির চন্দনের বাবাকে খুন করার অভিযোগ ছিল। আমরা চন্দনের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সিপিএম, বিজেপির দাঙ্গা গিরি, গুন্ডা গিরির বিরুদ্ধে সকলে মিলে আরও ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব।চন্দনের পরিবারের পাশে আমরা আছি, থাকব।”

“আমরা গনতান্ত্রিক দল, সরকারে আছি, আমরা শান্তি পূর্ণ ভাবে এর মোকাবিলা করব। প্রয়োজনে পুলিশকে আরও কঠোর হতে হবে।” বলেন পার্থ চট্টোপাধ্যায়।

Published on: আগ ২৮, ২০১৮ @ ২২:৪৪

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 86 = 87