Published on: মার্চ ২৫, ২০২১ @ ২১:৩৮
এসপিটি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায়। এই হামলায় দুই জওয়ান শহীদ হয়েছেন। তারা হলেন- সাব ইনস্পেক্টর মঙ্গলরাম দেব বর্মা এবং কনস্টেবল চালক অশোক কুমার।আহতরা হলেন কনস্টেবল নাজিম আলী ও জাগরনাথ রায়। এই ঘটনাটি ঘটেছে শ্রীনগরের লাভেপাড়া এলাকায়।
তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় যথারীতি অন্যান্য দিনের মতো সিআরপিএফের ৭৩ তম ব্যাটালিয়নের জওয়ানরা শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কে টহল দিচ্ছিল। সেইসময় হঠাৎ জঙ্গিরা সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই একজন সিআরপিএফ জওয়ান নিহত হন এবং আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহত তিন সিআরপিএফ কর্মীকে চিকিত্সার জন্য শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত এই সৈন্যদের মধ্যে একজন চিকিৎসার সময় শহীদ হন।
এই জঙ্গি হামলার পরপরই সুরক্ষা বাহিনী পুরো এলাকা অবরোধ করে রেখেছে। প্রতিটি গাড়ি তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিরা ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। খননকৃত স্থানে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে। আক্রমণে গুরুতর আহত সিআরপিএফ কর্মীদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ত্রাসী সংগঠন টিআরএফ সিআরপিএফ এই হামলার দায় স্বীকার করেছে।
Published on: মার্চ ২৫, ২০২১ @ ২১:৩৮