
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২০:৩৪
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বরঃ রোজকার মতো ওরা আজও জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে যায়। কিন্তু কিছু দূর যেতেই ভয়াবহ এক দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে ওরা সকলে। মস্ত বড় এক অজগর একটি শিয়ালকে গিলে খাওয়ার চেষ্টা করছে। ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লাগোয়া এনাটা’র জঙ্গলে এমন দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে যাওয়া মানুষগুলি তাড়াওতাড়ি গিয়ে খবর দেয় বন দফতরকে। বন দফতরের কর্মীরা সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে আসে। এর পর তারা সেখান থেকে মস্ত বড় ঐ অজগর সাপটিকে ঊদ্ধার করে নিয়ে যায়। অজগরটিকে দেখার জন্য ভিড় জমে যায়।
Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২০:৩৪