ভুল ঘোষণায় রণক্ষেত্র সোদপুর-শিয়ালদহ মেইন শাখায় বিপর্যস্ত রেল চলাচল

রাজ্য রেল
শেয়ার করুন

সিগন্যালিং-এর কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল ১৫৮টি লোকাল

Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ১৭:৪৯ 

এসপিটি নিউজ, সোদপুর, ৮ সেপ্টেম্বরঃ পূর্ব রেল আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল বারাক-ইছাপুরের মধ্যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থার কাজ চলার জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ট্রেঙ্গুলি বাতিল থাকবে। এই নিয়ে যাত্রীদের মধেয় অসন্তোষ জমে ছিল। আজ শনিবার সকালে তা আরও বড় আকার নেয়- যখন একটি গ্যালোপিন ট্রেন সোদপুরে দাঁড়াবে বলে ঘোষণা করা হলেও তা যখন সোজা বেরিয়ে চলে যায় তখন যাত্রীদের ধৈর্য্যচ্যুতি ঘটে যায়। তারা অবরোধ বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে প্রায় আড়াই ঘণ্টা শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সোদপুরের এক নম্বর লাইনে যাত্রীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। স্টেশন মাস্টারের ঘরেও তারা চড়াও হয়। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। প্ল্যাটফর্মে ডিসপ্লে বোর্ড পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের আকার নেয় সোদপুর স্টেশন।

যাত্রীদের অভিযোগ, একে এতগুলি ট্রেন বাতিল। তার উপ্র ট্রেনের সময়ের কোনও সীমা নেই। এর মধ্যে আবার ভুল ঘোষণা। বলা হল-গ্যালোপিন ট্রেনটি সোদপুর দাঁড়াবে। কিন্তু, দেখা গেল সিগন্যাল সবুজ হয়ে আছে। চোখের সামনে দিয়ে ট্রেনটি বেরিয়ে গেল।এবার কি স্থির থাকা যায়? প্রশ্ন তোলেন ক্ষুব্ধ যাত্রীরা। পরে পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়। একই সঙ্গে অবরোধ হঠাতে এগিয়ে আসেন যাত্রীদের একাংশ। তাদের চেষ্টাতেই অবরোধকারীরা হটে যায়। বেলা সাড়ে ১২টা নাগাদ ফের রেল চলাচল শুরু হয়।

পূর্ব রেল আগেই ঘোষণা করে বারাকপুর-ইছাপুরের মাঝে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থার কাজ চলবে। তার জন্য গতকাল সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এমনিতে শনি ও রবিবার যাত্রীদের সংখ্যা অনেক কম থাকায় কাজের জন্য এই দু’টি দিনিকে বেছে নিয়েছে রেল। সঙ্গে শুক্রবার ও সোমবার দিন দু’টি জোড়া হয়েছে। সোমবার অবশ্য বেলা দশটার পর থেকেই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা।

শিয়ালদহ-রানাঘাট শাখায় আপ ও ডাউন-এ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল –

গতকাল ও আজ আপ ও ডাউনে ১১০টি ট্রেন বাতিল হয়ে গেছে। বাকি রয়েছে আরও দু’দিন। অর্থাট আগামিকান ও পরশু।এখন আগামিকাল অর্থাৎ ৯ ও ১০ সেপ্টেম্বর। আগামিকাল ৯ সেপ্টেম্বর যেগুলি বাতিল থাকছে-

আপ ট্রেন

বারাকপুর লোকাল- সকাল ৮টা ১৩মিনিটের ৩১২২১, দুপুর ১টা ৪২মিনিটের ৩১২৩৩, ৫টা ৪৬মিনিটের ৩১২৬১, সন্ধ্যে ৬টা ২৮ মিনিটের ৩১২৩৯ ।

নৈহাটি লোকাল- সকাল ৭টা ১৯মিনিটের ৩১৪৭১, সকাল ৭টা ৫২ মিনিটের ৩১৪১৫, সকাল ১০টা ৪৫মিনিটের ৩১৪১৯, বিকেল ৪টে ২ মিনিটের ৩১৪২৯, সন্ধ্যে ৭টা ৪২ মিনিটের ৩১৪৩৯, রাত ৯টা ২০ মিনিটের ৩১৪৪৩।

কল্যানী সীমান্ত লোকাল- দুপুর ৩টে ৩৫মিনিটের ৩১৩৩১, বিকেল ৪টে ৫০ মিনিটের ৩১৩৩৩, সন্ধ্যে ৭টা ১০ মিনিটের ৩১৩৩৭ (গ্যালোপিন), রাত ৮টা ৫মিনিটের ৩১৩৩৯।

রানাঘাট লোকাল- রাত ৯টা ৪০ মিনিটের ৩১৬২৯।

দমদম জং-বারাকপুর- সন্ধ্যা ৬টা ১৭ মিনিটের ৩৩২৩১

ডাউন ট্রেন

বারাকপুর লোকাল- সকাল ৯টা ২ মিনিটের ৩১২২২, দুপুর ২টা ৪২মিনিটের ৩১২৩২, সনফহ্যা ৬টা ৩০মিনিটের ৩১২৩৬, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের ৩১২৩৮।

নৈহাটি লোকাল-  সকাল ৮টা ৩০মিনিটের ৩১৪১৮, সকাল ৯টা ১০মিনিটের ৩১৪২০, বেলা ১২টার ৩১৪২৬, বিকেল ৫টা ২২মিনিটের ৩১৪৩৬, ৩১৪৪৪, রাত ১১টা ১৫মিনিটের ৩১৪৫০

কল্যানী সীমান্ত লোকাল- বিকেল ৫টা ৩২মিনিটের ৩১৩৩০, সন্ধ্যা ৭টা ৭মিনিটের ৩১৩৩২, ৩১৩৩৬,রাত ১০টা ১২মিনিটের ৩১৩৩৮।

রানাঘাট লোকাল- সন্ধ্যা ৭টা ২৫মিনিটের ৩১৬৩২।

বারাকপুর-দমদম জং- সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের ৩৩২৩২।

এছাড়াও ১০ সেপ্টেম্বর বেলা ১০টা পর্যন্ত পাঁচ জোড়া বারাকপুর, দু’জোড়া নৈহাটি, ও এক জোড়া রান্নাঘাট বাতিল থাকবে। অতেব সেই বুঝে বাড়ি থেকে বের হবেন।

Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ১৭:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − = 78