
Published on: সেপ্টে ৭, ২০২০ @ ১২:৪২
এসপিটি নিউজ, বিনপুর, ৭ সেপ্টেম্বর: বছর তিনেক আগেও যেখানে বিজেপি-র এমন জনবহুল সভার কথা কেউ ভাবতেই পারত না সেখানে আজ উপছে পড়ছে ভিড়। আজ বিনপুর বিধানসভার শিলদা মন্ডলের অন্তর্গত হাড়দা অঞ্চলে “গনতন্ত্র বাঁচাও জনসভা”র আয়োজন করা হয়েছিল। একটি মন্ডলের সাধারণ জনসভা যে এমন বৃহৎ আকার নেবে তা দেখে অন্য রাজনৈতিক দলগুলিও তাদের হিসাব কষতে শুরু করে দিয়েছে। ২০২১ সালের বিধানসভার ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তবে রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি বহু জায়গাতেই এধরনের সভার আয়োজন করছে। সেখানে স্থানীয় মানুষ ব্যাপক হারে জমায়েত হচ্ছে। আজ যেমন এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুখময় শতপথী, সাংসদ কুনার হেমব্রম এবং রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও রাজ্য কমিটির সদস্য অজয় চক্রবর্তী।
Published on: সেপ্টে ৭, ২০২০ @ ১২:৪২