ইন্ডিয়া জিতেছে মোদি হেরেছে, বললেন মমতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ৪, ২০২৪ at ২৩:১২

এসপিটি নিউজ, কলকাতা, ৪ জুন: লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এদিন এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন- “আমি খুশি বিজেপি একক পার্টি হিসাবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এনডিএ দুই তৃতীয়াংশ আসন পায়নি, এটা মোদির নৈতিক হার। মোদি মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই দায় স্বীকার করে মোদির পদত্যাগ করা উচিত। “ তিনি বলেন- ইন্ডিয়া জিতেছে মোদি হেরেছে।“

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপি’র বিরুদ্ধে সরব হন। প্রথমেই অভিষেকের হাত ধরে বলেন- ওর রেকর্ড ভোটে জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন। একই সঙ্গে বলব, ওর এই জয় থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত যে রিগিং করে কিছু হয় না। এরপরই মোদির বিরুদ্ধে সরব হয়ে ক্ষোভের সঙ্গে বলেন- উনি বাংলায় প্রচারে এসে চার জেলাশাসক বাতিল করেছেন। আইসি-কে বাতিল করেছেন। এখানে তো নির্বাচন পরিচালনা করেছে একজন গদ্দার। “

এখানেই থেমে থাকেননি মমতা। তিনি বলেন- “এরা ২৬ হাজার ছেলে-মেয়ের চাকরি খেয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তা আটকেছি। নির্বাচন চলার সময় ১৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। আমাদের কর্মীদের, নেতাদের নানা এজেন্সি দিয়ে ডেকে পাঠানোর নোটিশ দেওয়া হয়েছে। বিজেপি এইসব এজেন্সিগুলিকে কাজে লাগিয়েছে। এত কিছু করেও আমাদের আটকাতে পারেনি। মানুষ আমাদের ভোট দিয়েছে।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বেশ কিছু আসনে বিজেপির অবজার্ভাররা বিজেপির প্রার্থীদের জেতানোর প্রয়াস করছে। তিনি আরও অভিযোগ করেন যে কাঁথি কেন্দ্রে তারা জিতে যাওয়ার পরও তৃণমূল কংগ্রসের প্রার্থীর জয় ঘোষণা করছে না। অখিলেষও আমাকে চলেছে যে বেশ কিছু আসনে তারা জিতলেও তা ঘোষণা করতে দেরী করছে।

মমতা বলেন- এটা মোদির হার। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আমি মনে করি যে মোদির পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

উত্তরবঙ্গে ওদের  সো কলড হোম মিনিস্টারের মেরুদন্ড ভেঙে দিয়েছে জনতা। নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করেন মমতা।

Published on: জুন ৪, ২০২৪ at ২৩:১২


শেয়ার করুন